আমি দ্রাবিড়কে মেয়াদ বাড়াতে বাধ্য করিনি: জয় শাহ
ক্রিকেট কার্নিভালদীর্ঘ ১১ বছর পর আইসিসির কোনো শিরোপার দেখা পেয়েছে ভারত। এই শিরোপা জয়ের কৃতিত্ব যেমন খেলোয়াড়দের, তেমনি কোচ রাহুল দ্রাবিড়েরও আছে বড় অবদান। টি-টোয়েন্টির প্রথম আসরে ভারত তুলে নিয়েছিল ট্রফি, আবারও ১৭ বছর পর তারা পেল শিরোপার দেখা, তাদের উদযাপনটা তাই বাঁধভাঙ্গা হচ্ছে এটাই স্বাভাবিক।
তবে এত আনন্দের মাঝে, দলকে বিশ্বকাপ জিতিয়েও দায়িত্ব ছাড়তে হচ্ছে দলের কোচ রাহুল দ্রাবিড়কে। দলকে সাফল্য এনে দিলে যেখানে মেয়াদ বাড়ানো কিংবা বোনাস পেয়ে থাকেন কোচরা, ঠিক এমন সময়ে চাকরি হারাচ্ছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
এই ঘটনা নিয়ে বিসিসিআইকে পড়তে হচ্ছে ভিন্নধর্মী প্রশ্নের মুখে। এমনকি ভারতের ক্রিকেট সমর্থকরাও চান দ্রাবিড়ের কাছেই থাকুক টিম ইন্ডিয়ার দায়িত্ব। তবে সেটা আর সম্ভব নয় বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
দ্রাবিড়ের কোচিংয়ের দায়িত্ব ছাড়ার ব্যাখ্যা দিয়ে জয় শাহ বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন যে পারিবারিক প্রতিশ্রুতির কারণে তিনি পদত্যাগ করতে চান। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। আমি তাকে মেয়াদ বাড়াতে বাধ্য করিনি।’
ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের অবদানের কথা তুলে ধরে জয় শাহ বলেন, ‘রাহুল ভাই গত সাড়ে পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা দিয়েছেন। তিনি তিন বছর জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক ছিলেন এবং তারপরে গত আড়াই বছর ধরে তিনি টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে রোহিত শর্মার মতোই গুরুত্বপূর্ণ রাহুল দ্রাবিড়ের ভূমিকা। তিনি এমন একজন মানুষ, যিনি দলকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কাজটি শেষ হয়নি বলে চলে যাননি।’
এরইমধ্যে কোচের বিজ্ঞপ্তি শেষে সাক্ষাৎকারও নিয়ে ফেলেছে বিসিসিআই। সেখান থেকে দু’জনকে শর্টলিস্ট করে আগামী কয়েক দিনের মধ্যেই একজনকে প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন জয় শাহ। নতুন কোচ নিয়োগ নিয়ে জয় শাহ বলেন, ‘সিএসি সাক্ষাৎকার নিয়েছে এবং দুটি নাম শর্টলিস্ট করেছে। আমরা মুম্বাই পৌঁছানোর পরে তারা যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সে অনুযায়ী এগোব। ভিভিএস লক্ষ্মণ জিম্বাবুয়ে যাচ্ছেন তবে শ্রীলঙ্কা সিরিজ থেকে একজন নতুন কোচ যোগ দেবেন।’