ঘূর্ণিঝড়ে বার্বাডোজেই আটকা রোহিতরা, বিকল্প ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই 

  ক্রিকেট কার্নিভাল


স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাতত ঝড় বইছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় উদযাপনের। তবে বার্বাডোজে পড়েছে আসল ঘূর্ণিঝড়ের কবলে। আর এতেই শিরোপা জয়ের পর সেখানে আটকা পড়েছে ভারত দল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বার্বাডোজের বিমানবন্দরও। রোহিত-কোহলিদের দেশের ফেরাতে এখন তাই বিকল্প পথ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামে ভারত। কেনসিংটন ওভালের সেই ম্যাচে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা জেতে রোহিতরা। বার্বাডোজে বজ্রবৃষ্টি মাথায় রেখে আগে থেকেই রাখা হয়েছিল রিজার্ভ ডে। তবে শনিবারের ম্যাচটি সম্পন্ন হয় ঝড়-বৃষ্টির বাঁধা ছাড়াই। 

তবে গতকাল বার্বাডোজে আঘাত হানে ‘বেরিল’ নামক ঘূর্ণিঝড়টি। ইউরোপীয় বার্তা সংস্থা এএফপির সূত্র মতে, গতকাল ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩০ মাইল। যেটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে অত্যন্ত বিপজ্জনক বা ক্যাটাগরি ফোরে। তারা আরও জানায়, সেখানে এর আগে জুন মাসে কখনোই এমন ঘূর্ণিঝড় হয়নি। যা স্বাভাবিকভাবেই বেশ দুশ্চিন্তায় ফেলেছে বিসিসআইকে। 

বার্বাডোজের ব্রিজটাউন থেকে আজ নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ভারত দলের। পরে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে রোহিত-কোহলি বাণিজ্যিক বিমানে চড়ে পৌঁছানোর কথা নিজ দেশে। তবে সেই পরিকল্পনা আপাতত স্থগিত।  

সংবাদ সংস্থা পিটিআই এর এক সূত্র জানিয়েছে, ‘এখান (ব্রিজটাউন) থেকে নিউইয়র্ক এবং এরপর দুবাই হয়ে দলের ভারতে পৌঁছানোর কথা ছিল। তবে এখন এখান থেকেই সরাসরি দিল্লিতে চার্টার ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা।’

এলপিএলে মুস্তাফিজদের ম্যাচ ছাড়াও টিভিতে যা থাকছে আজ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিলে) মুস্তাফিজদের ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে আজ মাঠে নামবে জাফনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে। 

লঙ্কা প্রিমিয়ার লিগ

ডাম্বুলা সিক্সার্স-জাফনা কিংস 

বেলা ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস

গল মার্ভেলস-কলম্বো স্ট্রাইকার্স

রাত ৮টা, টি স্পোর্টস

উইম্বলডন

২য় রাউন্ড

বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২

  ক্রিকেট কার্নিভাল

;

কলম্বিয়ার সঙ্গে ড্র করল ব্রাজিল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কলম্বিয়ার বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টারে চলে যেত ব্রাজিল। কিন্তু দরিভাল জুনিয়রের দল তা পারেনি।

ম্যাচে এগিয়ে গিয়েও ড্র করেছে ১-১ গোলে। তার ফলে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ আটে যেতে হলো দলটাকে। 

কলম্বিয়া অবশ্য আজ শুরু থেকে ব্রাজিলের ওপর আধিপত্য বিস্তার করেছে। প্রথমার্ধ শেষে তো বলের দখলেও তারা এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত অন টার্গেট শটসহ অন্য দিকগুলোয় এগিয়ে ছিল কলম্বিয়া। 

ওদিকে ব্রাজিল ম্যাচটা শুরু করে দুঃসংবাদ পেয়ে। ম্যাচের দশ মিনিট না যেতেই হলুদ কার্ড দেখে বসেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। এর আগে আরও এক হলুদ কার্ড দেখায় তাকে কোয়ার্টার ফাইনালে পাবে না ব্রাজিল। 

কলম্বিয়া প্রথম সুযোগটা পেয়েছিল গোলের। হামেস রদ্রিগেজের ফ্রি কিক ক্রসবারে লেগে না গেলে লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের শুরুর দশ মিনিটেই এগিয়ে যেতে পারত দলটা। ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়া দারুণ এক গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।

এরপর ফ্রি কিক থেকে এক বার ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াও। তবে কর্নার নেওয়ার সময় দাভিনসন সানচেজ অফসাইডে ছিলেন, তাই দীর্ঘ ভিএআর যাচাইয়ের পরেও গোলটা পায়নি কলম্বিয়া। লিড টিকে থাকে ব্রাজিলের।

কলম্বিয়া একটা গোলের জন্য ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করেই গেছে এরপর। হামেস রদ্রিগেজের ফ্রি কিক ঠেকান অ্যালিসন বেকার। তবে বিরতির আগে দানিয়েল মুনোজের শটটা ঠেকাতে পারেননি তিনি।

দারুণ দুই পাসে ব্রাজিলের রক্ষণ ভেঙে বলটা মুনোজের পায়ে দেন জন করদোবা। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। ফলে বিরতির ঠিক আগে সমতা ফেরায় কলম্বিয়া।

বিরতির পর কলম্বিয়া একাধিক সুযোগ পেয়েছিল ম্যাচটা জেতার। সবচেয়ে সহজ সুযোগটা এসেছিল ৮৫ মিনিটে রাফায়েল বোরের সামনে। তিনি ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনকে অনেকটা একা পেয়েও বলটা লক্ষ্যে রাখতে পারেননি। ফলে ম্যাচটা ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

এই ড্রয়ে কলম্বিয়ার অবশ্য কোনো সমস্যা হয়নি। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। ওদিকে ব্রাজিল গেল রানার্স আপ হয়ে। যার ফলে সেলেসাওরা মুখোমুখি হবে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের, আর কলম্বিয়া খেলবে সি গ্রুপ থেকে আসা আরেক দল পানামার বিপক্ষে।

  ক্রিকেট কার্নিভাল

;

বিরতির আগে সমতায় ব্রাজিল-কলম্বিয়া



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার ডি গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াই নিশ্চিত করতে আজ মুখোমুখি হয়েছে ব্রাজিল আর কলম্বিয়া। লড়াইয়ে দুই দলই লড়ছে সমানতালে। প্রথমার্ধ শেষে ম্যাচটা আছে ১-১ সমতায়।

স্যান ফ্র্যান্সিসকোর লেভিস স্টেডিয়ামে আজ সকালে শুরু থেকেই কলম্বিয়া চেষ্টা করেছে ব্রাজিলের ওপর ছড়ি ঘোরানোর। হামেস রদ্রিগেজের ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের শুরুর দশ মিনিটেই এগিয়ে যেতে পারত দলটা। 

তার আগে ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষকে ফাউল করে। যার ফলে তিনি ব্রাজিলের হয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। 

ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়া গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। 

এরপর ফ্রি কিক থেকে এক বার ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াও। তবে কর্নার নেওয়ার সময় দাভিনসন সানচেজ অফসাইডে ছিলেন, তাই দীর্ঘ ভিএআর যাচাইয়ের পরেও গোলটা পায়নি কলম্বিয়া। লিড টিকে থাকে ব্রাজিলেরই।

কলম্বিয়া একটা গোলের জন্য ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করেই গেছে এরপর। হামেস রদ্রিগেজের ফ্রি কিক ঠেকান অ্যালিসন বেকার। তবে বিরতির আগে দানিয়েল মুনোজের শটটা ঠেকাতে পারেননি তিনি।

দারুণ দুই পাসে ব্রাজিলের রক্ষণ ভেঙে বলটা মুনোজের পায়ে দেন জন করদোবা। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। ফলে বিরতির ঠিক আগে সমতা ফেরায় কলম্বিয়া। 

এই ম্যাচের আগে কলম্বিয়ার পয়েন্ট ছিল ৬ আর ব্রাজিলের ৪। এই ম্যাচ যে দলই জিতবে, গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে সে দল। 

  ক্রিকেট কার্নিভাল

;

রাফিনিয়ার গোলে এগিয়ে গেল ব্রাজিল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কলম্বিয়ার বিপক্ষে তো ঠিক এমন শুরুই চেয়েছিল ব্রাজিল! ম্যাচের দশ মিনিট না যেতেই এগিয়ে গেছে দলটা। গোল করেছেন এই ম্যাচেই শুরুর একাদশে ঢোকা রাফিনিয়া। 

স্যান ফ্র্যান্সিসকোর লেভিস স্টেডিয়ামে আজ সকালে শুরু থেকেই কলম্বিয়া চেষ্টা করেছে ব্রাজিলের ওপর ছড়ি ঘোরানোর। একটা ফ্রি কিকও পেয়েছিল দলটা। 

তবে হামেস রদ্রিগেজের নেওয়া ফ্রি কিকটা চলে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে। তার আগে ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষকে ফাউল করে। 

ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়া গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। 

এরপর ফ্রি কিক থেকে এক বার ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াও। তবে কর্নার নেওয়ার সময় দাভিনসন সানচেজ অফসাইডে ছিলেন, তাই দীর্ঘ ভিএআর যাচাইয়ের পরেও গোলটা পায়নি কলম্বিয়া। লিড টিকে থাকে ব্রাজিলেরই।

এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠে যাবে ব্রাজিল। কোচ দরিভালের শিষ্যরা নিশ্চয়ই তাই চাইবেন!

  ক্রিকেট কার্নিভাল

;