‘ইউরোপে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া’

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

প্রমাণ বলছে ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

জর্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলন চলাকালীন বিবিসির সোফি রাওয়ার্থকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আমি আতঙ্কিত; কারণ সব কিছু দেখে মনে হচ্ছে রাশিয়ার পরিকল্পনাটি ইতিমধ্যে শুরু হয়েছে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জনসন জানান, রাশিয়া আগ্রাসনের মাধ্যমে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলতে চাচ্ছে।

বিজ্ঞাপন

এই আগ্রাসনের কারণে সাধারণ জনগণের নিছক প্রাণহানি ঘটবে বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বরিস জনসন বলেছেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিমা নেতাদের বলেছেন রুশ বাহিনী শুধু পূর্ব থেকে ডনবাস হয়ে ইউক্রেনে প্রবেশের পরিকল্পনা করছে না, বরং বেলারুশ এবং কিয়েভের আশেপাশের এলাকা থেকেও প্রবেশ করছে।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইউক্রেন সীমান্ত ও বেলারুশে এক লাখ ৯০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরাও রয়েছেন। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। তবে মস্কো বরাবরের মতো এই তা অস্বীকার করেছে। দেশটি সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে বলে দাবি করেছে।

অন্যদিকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে ইউক্রেনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া।