পূর্ব ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশ পুতিনের
রুশ-ইউক্রেন সংঘাতপূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুইটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর সেখানে শান্তি রক্ষার জন্য সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।এর আগে তিনি দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ডিক্রিতে সই করেন।
ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলির সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন।পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, রাশিয়ার জনগণ তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে।
এদিকে পশ্চিমাদেশগুলো নেতারা রাশিয়াকে সতর্ক করে দোনেৎস্ক ও লুহানস্কের স্বীকৃতি না দিতে আহ্বান জানিয়েছিলেন। সতর্কতা অগ্রাহ্য করেই এই সিদ্ধান্ত নেয় মস্কো।
তবে পুতিনের এমন ঘোষণা কার্যকরভাবে এই অঞ্চলগুলোর শান্তি প্রক্রিয়াকে ভঙ্গুর করে কবর দেওয়া হলো বলে দাবি করেছেন তারা। কূটনৈতিক মহলের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে পাশ্চাত্য-সমর্থিত সরকারের সঙ্গে সঙ্ঘাত শুরু হতে পারে রাশিয়ার।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, নিজের এই সিদ্ধান্তের কথা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলার ও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ওলাফ শলৎজকে জানিয়েছেন পুতিন। কিন্তু টেলিফোন কথোপকথনে দুই দেশের প্রধানই অসম্মতি প্রকাশ করেছেন। ক্রেমলিনেরল রুশপন্থী নেতাদের সাথে চুক্তি সাক্ষর করতে দেখা যায় পুতিনকে।