ইউক্রেনে জরুরি অবস্থা জারি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন সরকার দেশটিতে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে।

স্থানীয় সময় বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে পাস হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকেই এই জরুরি অবস্থা কার্যকর হবে।

বিজ্ঞাপন

জরুরি অবস্থা জারির পর রাশিয়া তার নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে। মস্কো ইতিমধ্যে তার কিয়েভ দূতাবাস খালি করতে শুরু করেছে।

পূর্ব ইউক্রেনে বুধবার ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। এগুলো হলো স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক। সেখানে তিনি শান্তিরক্ষী হিসাবে রাশিয়ান সেনা মোতায়েনের নির্দেশ দেন।

বিবিসির খবরে বলা হয়েছে, জরুরি অবস্থা জারির ফলে জনসাধারণের ব্যক্তিগত নথিপত্র পরীক্ষা করা যাবে। এ ছাড়া এই বিল পাসের মাধ্যমে সরকারকে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে।

এই জরুরি অবস্থা দেশটির সব অঞ্চলে কার্যকর হবে। তবে দেশটির যে দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এই দুটি অঞ্চলে ২০১৪ সাল থেকেই জরুরি অবস্থা জারি রয়েছে।