ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসময় পুতিন অন্যান্য দেশকে সতর্ক করে বলেন, রুশ কর্মকাণ্ডে কেউ যেন হস্তক্ষেপ করার চেষ্টা না চালায়। চেষ্টা চালালে পরিণতি ভয়াবহ হবে, যা আগে কখনও কেউ দেখেনি।

তিনি বলেন, পূর্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এই হামলার প্রয়োজন ছিল।

বিজ্ঞাপন

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যদ্বাণী করেছিল ইউক্রেনে হামলার অজুহাত খুঁজবে রাশিয়া।

টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনকে ন্যাটোতে যোগদান এবং মস্কোর নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার জন্য রাশিয়ার দাবিকে উপেক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অভিযুক্ত করেছেন। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য ইউক্রেন দখল করা নয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওপর অন্যায় হামলার নিন্দা করে বলেছেন, এই হামলার জন্য বিশ্বের কাছে রাশিয়ার জবাবদিহি করতে হবে।

পুতিনের টেলিভিশন ভাষণে সময় কিয়েভ, খারকিভ এবং ইউক্রেনের অন্যান্য এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাশিয়ার এই আক্রমণ ইউক্রেনে ব্যাপক হতাহত হতে পারে এবং ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতন ঘটতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্বব্যাপী আর্থিক বাজারকে ধাক্কা দিবে এবং মহাদেশে শীতল যুদ্ধ-পরবর্তী ভারসাম্যকে হুমকির মুখে ফেলতে পারে।