পুতিনের পারমাণবিক পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলল যুক্তরাষ্ট্র

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছেন। পুতিনের এমন নির্দেশকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রুশ বাহিনীকে পুতিন এমন সতর্কবার্তা দেওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র একথা বলে।

বিজ্ঞাপন

বিবিসির বিশ্লেষক গর্ডন কোরেরা বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের অভিপ্রায়ের চেয়ে রাশিয়ার এর মাধ্যমে ন্যাটোকে এক ধরনের সতর্কবার্তা দিল। যাতে ন্যাটো ইউক্রেনকে কোন ধরনের সহায়তা না করে।

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস রাশিয়ার এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট এই যুদ্ধকে জটিল দিকে নিয়ে যাচ্ছেন, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদেরকে রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপগুলিকে সবচেয়ে শক্তিশালী উপায়ে আটকাতে হবে।

এর আগে, রাশিয়ার কৌশলগত পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে 'বিশেষ সতর্কতায়' থাকতে নির্দেশ দেন পুতিন। রাশিয়ার প্রতি পশ্চিমাদেশগুলোর আচরণের কারণেই পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।