প্রমাণ করুন আপনার আমাদের সঙ্গে আছেন, ইইউকে জেলেনস্কি
রুশ-ইউক্রেন সংঘাতইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনের সঙ্গে আছে তা প্রমাণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি যখন ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়ালি বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান পার্লামেন্টের সদস্যরা।
মঙ্গলবার (০১ মার্চ) ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশনের ভাষণে এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ইউক্রেনে যা ঘটছে তা একটি ট্র্যাজেডি। সাধারণ জনগণ তাদের জমি, স্বাধীনতা এবং জীবনের জন্য লড়াই করছে। তিনি বলেন, কেউ আমাদের ভাঙতে পারবে না, কারণ আমরা ইউক্রেনীয়।
ইউরোপীয় ইউনিয়ন আমাদের সঙ্গে আছে তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, প্রমাণ করুন আপনারা প্রকৃতপক্ষে ইউরোপীয়। তিনি বলেন, না হলে আমরা একাকী হয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের শিশুদের লক্ষ্যবস্তু করছে। সোমবার (২৮ মার্চ) ১৬ জন মারা গেছে।
সোমবার (২৮ মার্চ) ইইউতে যোগদানের আনুষ্ঠানিক আবেদনে স্বাক্ষর করেছেন জেলেনস্কি। বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন।
রয়টার্সের খবরে বলা হয়, বিশেষ পদ্ধতিতে ইউক্রেনকে সদস্য পদ লাভের অনুমতি দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আবেদন করেছেন জেলেনস্কি। কারণ ইইউ ব্লকে যুক্ত হতে পারলে ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির পথ অনেকটা সহজ হয়ে যায়। সে ক্ষেত্রে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেন সরাসরি ব্লকের সহায়তা পাবে।
তিনি বলেন, ইইউ সঙ্গে থাকলে আমাদের জয় হবেই।