ইউক্রেনে রুশ সাংবাদিক নিহত

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর গোলাবর্ষণে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ওকসানা বাউলিনা একজন রাশিয়ান সাংবাদিক।

বাউলিনা দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেন যুদ্ধ কাভার করছিলেন।

বিজ্ঞাপন

দ্য ইনসাইডারের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাউলিনা কিয়েভের পোডলস্কে রাশিয়ান সেনাবাহিনীর হামলার পর একটি ধ্বংসযজ্ঞের ভিডিও করছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাউলিনার সঙ্গে আরও একজন বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বাউলিনা এর আগে রাশিয়ান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করেছেন। যার কারণে তাকে রাশিয়া ছাড়তে হয়েছিল।