রুশ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের আহ্বান

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, মস্কো বিশ্বের সমস্ত মানুষের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছে। আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ মার্চ) এক ভিডিও বার্তায় বিশ্ববাসীকে তিনি বলেন, গত ২৪ মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মাসপূর্তি বৃহস্পতিবার।

বিজ্ঞাপন

জেলেনস্কি বলেন, এ যুদ্ধ শুধু ইউক্রেনের বিরুদ্ধে নয়, তার চেয়েও বেশি কিছু। রাশিয়া যুদ্ধ করছে স্বাধীনতার বিরুদ্ধে। শুধু ইউরোপ নয়, সারাবিশ্বের মানুষের স্বাধীনতার বিরুদ্ধে। ইউক্রেনে হামলা তার প্রথম পদক্ষেপ।

তিনি বলেন, বিশ্বের অবশ্যই রাশিয়াকে থামানো উচিত। অবশ্যই এ যুদ্ধকে থামানো উচিত।

তিনি আরও বলেন, রুশ হামলার এক মাস হয়ে গেছে। এটি আমার হৃদয় ভেঙে দিয়েছে। ইউক্রেনের নাগরিক এবং বিশ্বের প্রতিটি মুক্ত মানুষের হৃদয় ভেঙে দিয়েছে রাশিয়ার এই আগ্রাসন।

বিশ্ববাসীকে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন করতে আপনার অফিস, বাড়ি এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ জানান।