ইউক্রেনের হাসপাতালগুলোতে রুশ হামলা প্রতিদিন বাড়ছে
রুশ-ইউক্রেন সংঘাতইউক্রেনের হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের ওপর ৭০টি পৃথক হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর এ সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানায় সংস্থাটি।
ডব্লিউএইচও বলছে, স্বাস্থ্য সেবা খাতকে আক্রমণ করা এখন আধুনিক যুদ্ধের কৌশল ও অংশ হয়ে উঠেছে।
২৪ ফেব্রুয়ারি থেকে, WHO ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে হওয়া ৭২টি পৃথক আক্রমণ পর্যালোচনা এবং যাচাই করে দেখে- এসব হামলায় ৭১ জন মারা গেছেন এবং ৩৭ জন আহত হয়েছেন।
বেশিরভাগই হামলায় হাসপাতাল, চিকিৎসা পরিবহন এবং ওষুধ সরবরাহের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ডব্লিউএইচও স্বাস্থ্যসেবা কর্মী এবং রোগীদের অপহরণ বা আটকের বিষয়ে তথ্য খুঁজে পেয়েছে।
ডব্লিউএইচওর ইউক্রেনের প্রতিনিধি জার্নো হ্যাবিচট বিবিসিকে বলেন, আমরা উদ্বিগ্ন যে এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। স্বাস্থ্য সেবা খাত ডাক্তার এবং নার্স উভয়ের জন্যই নিরাপদ জায়গা হওয়া উচিত। কিন্তু এখানে তা হচ্ছে না।