পোল্যান্ডে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাইডেন
রুশ-ইউক্রেন সংঘাতপোল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার এক মাস পর প্রথমবারের মতো দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো বৈঠক হচ্ছে।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, বৈঠকে জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ও প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভও উপস্থিত থাকবেন।
শুক্রবার থেকে জো বাইডেন পোল্যান্ডে অবস্থান করছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গেও তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে শনিবার জো বাইডেনের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এদিকে, যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেনের দুই মন্ত্রীর বিদেশ সফরকে অনেকে রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ কেমন যাচ্ছে সেই ব্যাপারে আত্মবিশ্বাস বাড়ার ইঙ্গিত বলে মনে করছেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।