বিশ্বকে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে: বাইডেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

রাশিয়ান বাহিনীর সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধকে ‘স্বাধীনতার জন্য যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘আগামীতে বিশ্বকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।’

বাইডেন বলেন, ‘আমাদের আরও স্পষ্ট দৃষ্টি থাকা দরকার। এ যুদ্ধে কয়েকদিন বা মাসে জয়ী হওয়া যাবে না। সামনে দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেদের ইস্পাত কঠিন দৃঢ় মনোবল নিয়ে প্রস্তুত থাকতে হবে।’

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) বিকেলে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে রয়্যাল ক্যাসেলে বক্তৃতাকালে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেন।

barta24
পোল্যান্ডে ইউক্রেনের একজন শরনার্থী শিশুর সঙ্গে বাইডেন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া নিজ দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এবং তার আশপাশের দেশগুলোতে সেই অপচেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যেই তারা ইউক্রেনে কোনো কারণ ছাড়াই সামরিক অভিযান চালিয়ে মানুষ হত্যা করছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইউক্রেনের মুক্তিকামী মানুষের প্রতি আমার বার্তা, আমরা আপনাদের সঙ্গে আছি। যুক্তরাষ্ট্র সব সময় ইউক্রেনের সঙ্গে আছে। যতদিন সেখানে গণতন্ত্র ও শান্তি ফিরবে না, ততদিন আমরা ইউক্রেনের পাশে থাকব।’

রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘মার্কিন সেনারা ইউরোপে রয়েছে ন্যাটোর মিত্রদের রক্ষার জন্য। আমরা রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে এখানে আসিনি। তবে ন্যাটো মিত্রদের অঞ্চলভুক্ত এক ইঞ্চি জায়গাতেও রুশ বাহিনীকে ঢুকতে দেওয়া হবে না।’