আরও অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জেলেনস্কির

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসন রুখতে ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (২৬ মার্চ) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, ইউরোপে স্বাধীনতা রক্ষা করতে সক্ষম ভারী অস্ত্রগুলো ইউক্রেনকে দেওয়ার পরিবর্তে কেবল ধুলোর মধ্যে মজুত করে রাখা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়ান যুদ্ধ বিমানকে কেবল মেশিনগান দিয়ে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়।

ন্যাটোর ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ন্যাটো কি করছে? এটা কি রাশিয়া পরিচালনা করছে? তারা (ন্যাটো) কিসের জন্য অপেক্ষা করছে? হামলার ৩১ দিন পার হয়ে গেছে। আমরা ন্যাটোর কাছে তাদের অস্ত্রের মাত্র ১ শতাংশ চাই, বেশি কিছু না।

বিজ্ঞাপন

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বিবিসিকে নিশ্চিত করেছেন, তার দেশ সোভিয়েতের তৈরি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনে পাঠাতে ইচ্ছুক। যদি এটি প্রতিস্থাপন করা যায়।