কিয়েভ-চেরনিহিভে সেনা তৎপরতা কমানোর আশ্বাস মস্কোর

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় কৌশলগত শহর চেরনিহিভের আশপাশে সামরিক তৎপরতা কমিয়ে আনার আশ্বাস দিয়েছে মস্কো।

মঙ্গলবার (২৯ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় এই আশ্বাস দেয় রাশিয়া। দুদেশের মধ্যে আস্থা বাড়ানোর এটি প্রথম পদক্ষেপ বলে জানা গেছে। খবর আল-জাজিরার।

বিজ্ঞাপন

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেছেন, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে তারা কিয়েভ ও চেরনিহিভে হামলা কমিয়ে দেবে।

রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধবিরতি করতে ও এ নিয়ে আলোচনা করতে এবং ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে রাশিয়া কিয়েভের আশপাশে ও চেরনিহিভে প্রাথমিকভাবে হামলা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে