রুশ নতুন হামলার জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেন: জেলেনস্কি
রুশ-ইউক্রেন সংঘাতইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন আক্রমণ মোকাবিলার জন্য দেশটির সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে এক ভিডিও ভাষণে তিনি কথা বলেন। রাজধানী কিয়েভের কাছে বিপর্যয়ের পর রাশিয়া পূর্বাঞ্চলে তাদের সেনাদের জড়ো করছে বলে সতর্ক করেছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ডনবাসে নতুন করে হামলা চালানোর জন্য রাশিয়া সেনাদের জমায়েত করেছে। এবং আমরাও হামলা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
রাজধানী কিয়েভ ও চেরনিহিভের চারপাশে সামরিক অভিযান কমানোর রাশিয়ার আশ্বাসের বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমরা কাউকে বিশ্বাস করি না- কোনও মৌখিক কথায় আমরা বিশ্বাস করতে পারি না।
তিনি আরও বলেন, রাশিয়াকে বিশ্বাস করার কোন কারণ নেই যে তারা সামরিক তৎপরতা কমিয়ে দেবে। কারণ রাশিয়ান বাহিনী প্রতিশ্রুতি দেওয়ার একদিন পরেই কিয়েভ ও চেরনিহিভের ওপর হামলা চালিয়েছে।
এদিকে, ডনবাস অঞ্চলে রাশিয়া তীব্র আক্রমণের পাশাপাশি ইরপিনেও মারাত্মক গোলাগুলির খবর পাওয়া গেছে।
জেলেনস্কি ভূখণ্ড রক্ষায় ইউক্রেনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, আমরা কিছুই ছাড়ব না। আমরা আমাদের জমির প্রতিটি মিটারের জন্য, প্রতিটি ব্যক্তির জন্য লড়াই করব।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। এরমধ্যেই ইউক্রেনের ৪০ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে প্রতিবেশী অন্য দেশগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। এই যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা স্নায়ু যুদ্ধের পর থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।