‘ছোট দেশের বিরুদ্ধে রুশ আগ্রাসন ক্ষমার অযোগ্য’

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার বাজওয়া বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। এটি একটি ট্র্যাজেডি বলে অভিহিত করে পাকিস্তানের সেনাপ্রধান।

শনিবার (০২ এপ্রিল) ইসলামাবাদে এক নিরাপত্তা সংলাপে তিনি একথা বলেন। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।

বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও, একটি ছোট দেশের বিরুদ্ধে তার আগ্রাসন ক্ষমা করা যায় না।

তিনি আরও বলেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছে পাকিস্তান। সংঘাতের স্থানীয় সমাধান খুঁজতে আমরা আলোচনাকে সমর্থন করি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক কারণ হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ শরণার্থী হয়েছে এবং ইউক্রেনের অর্ধেক ধ্বংস হয়েছে।

তিনি উল্লেখ করেন পাকিস্তান তার স্বাধীনতার পর থেকে ইউক্রেনের সঙ্গে চমৎকার প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক উপভোগ করেছে কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক দীর্ঘ সময় শীতল অবস্থায় ছিল। তবে সম্প্রতি এ বিষয়ে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।