ইউক্রেনে ২,৩৪৫ বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ
রুশ-ইউক্রেন সংঘাতইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার বেসামরিক মানুষ নিহত এবং প্রায় তিন হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) তথ্য অনুযায়ী, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে গত ২১ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই গোলার আঘাত ও বিমান হামলায় নিহত হন।
জাতিসংঘ পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এ হিসাব দেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা বেশি বলেই ধারণা। খবর বিবিসির।
এ ছাড়া রুশ সেনাদের হামলায় আহত হয়েছেন দুই হাজার ৯১৯ জন। শুক্রবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ওএইচসিএইচআর।
তবে জাতিসংঘের এই সংস্থাটির দাবি, যুদ্ধের কারণে হতাহতের এই সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখন পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের তথ্য পাওয়া যায়নি এবং এ সংক্রান্ত কিছু প্রতিবেদন এখনও ‘সংশোধনের পর্যায়ে’ রয়েছে।
এদিকে ইউক্রেনের অন্যতম বন্দর নগরী মারিউপোলে রাশিয়ার যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সম্প্রতি কৃষ্ণসাগরে বিস্ফোরণে রুশ রণতরী ডুবে যাওয়ার পর প্রতিবেশী দেশটির শহরগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে মস্কো।