ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত: স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের
রুশ-ইউক্রেন সংঘাতগত মাসে ইউক্রেনে যুদ্ধে একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসন প্রতিহত করতে কিয়েভকে সহায়তার জন্য স্বেচ্ছায় যে হাজার হাজার বিদেশি যোদ্ধা ইউক্রেনে গিয়েছিল তাদের একজন ছিলেন ৫২ বছর বয়সী এই মার্কিন নাগরিক।
স্টিফেন জাবিয়েলস্কি নামের ওই ব্যক্তি গত ১৫ মে যুদ্ধে নিহত হন বলে জানা গেছে। সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচারিত হয়।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইউক্রেনে জাবিয়েলস্কির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সংস্থাটি তার পরিবারের সাথে যোগাযোগ করছে এবং তাদের যাবতীয় কনস্যুলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিবৃতিতে মার্কিন নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার আগের সতর্কবার্তার পুনরাবৃত্তি করা হয়। একইসঙ্গে বলা হয়, ইউক্রেনে কোনও মার্কিন নাগরিক অবস্থান করে থাকলে তাদের অবিলম্বে দেশে ফেরা উচিত।