কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ

  ইরান-আমেরিকা দ্বন্দ্ব
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন দিনের মধ্যে সকল মার্কিন সেনাকে কুয়েত ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক শিবিরের প্রধান কমান্ডার।

বুধবার (৮ জানুয়ারি) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স কুয়েতের স্থানীয় সংবাদসস্থা 'কুনা'র বরাত দিয়ে এ তথ্য জানায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এক বরাতে বলেন, এ ধরনের চিঠি পাওয়া একেবারেই অপ্রত্যাশিত। আমরা বিস্তারিত জানার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করব।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। হামলায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান।ইরাকের ওই দুটি মার্কিন বিমানঘাঁটির নাম আল-আসাদ ও ইরবিল। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে নিহতের কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় জানান, সব সেনারা ভালো আছে। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।