নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন

  ‘স্বপ্ন ছুঁয়েছে’ পদ্মার এপার-ওপার
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন

নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী ২৫ জুন, আর সেতুর নাম থাকছে পদ্মা সেতুই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল।

ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে পদ্মা সেতু উদ্বোধন এবং নামকরণের সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে প্রবেশ করেন ওবায়দুল কাদের।

পদ্মা সেতুর মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। 

বিজ্ঞাপন