লিটন-হৃদয়ে চাপ সামলে জয়ের পথে বাংলাদেশ 

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্যটা ১২৫ রানের। আধুনিক টি-টোয়েন্টি বিবেচনায় যা একেবারেই সহজের কাতারে। তবে সেই লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরুতেই খেই হারাল বাংলাদেশ। শুরুর দুই ওভারে দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার ফেরার পর এদিনও ব্যাট হাতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। তবে লিটন-হৃদয়ে জুটিতে সেই চাপ অনেকটাই সামলে নিয়েছে তারা এবং এগোচ্ছে জয়ের পথেই। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে ৩ উইকেটে ৫৮ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য ৬৬ বলে সাকিব-তাসকিনদের প্রয়োজন আর ৬৭ রান। হাতে আছে ৭ উইকেট। 

বিজ্ঞাপন

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া সহজ লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার, কোনো রান না করেই। পরের ওভারে তুষারার বলে বোল্ড হয়ে একই পথে হাঁটেন তানজিদও (৩)। পরের লিটনকে নিয়ে শুরুর সেই চাপে সামলে উঠার ইঙ্গিত দেন অধিনায়ক শান্ত। তবে আরও একবার ব্যাট হাতে ছন্দহীন এই বাঁহাতি ব্যাটার। পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় ২৮ রানের মাথায় আসালাঙ্কার হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে পাড়ি জমান শান্ত। এর আগে ১৩ বলে করেন স্রেফ ৭ রান। 

তবে হৃদয়-লিটনে চড়ে শুরুরে খেই হারানোর পর ম্যাচ নিয়ন্ত্রণে আনছে বাংলাদেশ। ২২ রানে অপরাজিত আছেন লিটন, অন্যদিকে ১৯ রানে ব্যাট করছেন হৃদয়। 

বিজ্ঞাপন

এর আগে রিশাদের স্পিন ও তাসকিন-মুস্তাফিজের পেস তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা।