ছক্কায় আহত সমর্থককে তাওহীদের খোলা চিঠি

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। লো-স্কোরিং ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়। ২ উইকেটের জয়ে বড় অবদান ছিল তার। ২০ বলে ৪০ রান তুলেন তিনি। দারুণ প্রয়োজনীয় তার এই ইনিংসে ছিল ৪ ছক্কা ও ১টি চার। ৩টি ছক্কাই হাঁকিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার টানা ৩ বলে। আর এমন ঝড় তোলার হৃদয়ের একটি ছক্কা গ্যালারি গিয়ে পড়ে এক বাংলাদেশি সমর্থকের পায়ে। বলের আঘাতে আহত হন সেই মার্কিন প্রবাসী সমর্থক।

ম্যাচ জয়ের পর সেই সমর্থকের উদ্দেশে খোলা চিঠি লিখলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ডালাসের ম্যাচের পর হোটেলে ফিরে তাওহীদ জানেন যে তার হাঁকানো একটি ছক্কা গিয়ে লেগেছে এক বাংলাদেশি সমর্থকের পায়ে। বেশ আঘাত পেয়েছেন এই সমর্থক। হাঁটুর নিচে রক্তের দাগ। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সমর্থকের উদ্দেশে একটি পোস্ট লিখেছেন হৃদয়।

বিজ্ঞাপন

তাওহীদ হৃদয় সেই সমর্থকের ছবি দিয়ে লিখেন, ‘ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।’

আরও যোগ করেন এই ব্যাটার-প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।’

সেই ভক্তের কষ্ট যেন ভাগ করে নিতে চাইলেন বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক। তাওহীদ লিখেন, ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত...!’