আজম খান বাদ, একাদশে ইমাদ

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অল ইম্পর্টেন্ট ম্যাচে টসে জিতেছে পাকিস্তান। নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে টসে জিতে এই ম্যাচে বোলিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারের প্রসঙ্গটা নতুন ম্যাচে মনে রাখতে চান না তিনি। জানালেন, ‘ওটা অতীত হয়ে গেছে। আমরা এখন ভারত ম্যাচ নিয়েই পরিকল্পনা করছি।’

হাইভোল্টেজ এই ম্যাচে পাকিস্তান একাদশে এসেছেন ইমাদ ওয়াসিম। বাদ পড়েছেন আজম খান। ভারত তাদের আগের ম্যাচের দলে কোনো বদল আনেনি। টসে হেরে আগে ব্যাট করতে নামা ভারত অধিনায়ক রোহিত শর্মা বলছিলেন, ‘আমরা এই এখানে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। এখানকার কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করেছি। সেই অনুযায়ী ম্যাচ পরিকল্পনা করেছি। টুর্নামেন্টে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

ম্যাচের সম্ভাব্য ফলাফল বা কে ফেভারিট সেই প্রসঙ্গে রোহিত বলেন, 'এটা আসলে ফানি টুর্নামেন্ট, যে কোনো কিছু হতে পারে!’

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মর আমির, হারিস রউফ।