বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই এলোমেলো দক্ষিণ আফ্রিকা

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উইকেটটা কঠিন। বড় রান করা দূরে থাক চ্যালেঞ্জিং পুঁজি পাওয়ায় এখানে কঠিন। তবে কঠিন উইকেটকে দোহাই না দিয়ে আগ্রাসী শুরু করলেন কুইন্টন ডি কক। তানজিম সাকিবের করা ইনিংসের প্রথম ওভারেই ছক্কা ও চারে করলেন ১১ রান। ওই ওভারে অবশ্য শেষ বলে রেজা হেন্ড্রিক্সকে ফিরিয়ে খানিকটা স্বস্তি এনে দেন সাকিব।

দারুণ ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হেন্ড্রিক্সকে। তাসকিনের করা পরের ওভারে ৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন তানজিম সাকিব। এসেই ভেঙে দেন আগ্রাসী কুইন্টন ডি ককের উইকেট। স্বস্তি ফিরে বাংলাদেশ দলে। ফেরার আগে ১১ বলে ১৮ রানের ইনিংস খেলে দিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

এরপর ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের স্টাম্প ভাঙেন তাসকিন। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। পরের ওভারে ফের সাকিবের আঘাত। এবার শিকার ট্রিস্তান স্টাবস। ৫ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪.২ ওভার শেষে ৪ উইকেটে ২৩ রান। উইকেটে আছেন ট্রিস্তান স্টাবস। তবে তাদেরকে বেশ চাপেই রেখেছে বাংলাদেশি বোলাররা।

এর আগে টসে জিতে শুরুতে ব্যাট কারার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্বে এটি তাদের তৃতীয় ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ।