বাঁচা-মরার ম্যাচে শুরুতে বোলিংয়ে পাকিস্তান
ক্রিকেট কার্নিভালগ্রুপপর্বে টানা দুই ম্যাচ হারার পর আজ নিউইয়র্কের মাটিতে কানাডার বিপক্ষে মাঠে নামল পাকিস্তান। যেখানে টসে জিতে শুরুতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক বাবর আজম।
সুপার এইটে জায়গা করে নিতে হলে কানাডার বিপক্ষে এই ম্যাচ জেতা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই পাকিস্তানের কাছে। শুধু এই ম্যাচই না, গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও জয়ের দেখা পেতেই হবে বাবরের দলকে। তাই বলা যায়, আজকেই নির্ধারণ হয়ে যাবে চলতি বিশ্বকাপে পাকিস্তানের নিয়তি।
দুই ম্যাচে একটিতে জয় তুলে নিয়ে বর্তমানে ‘এ’ গ্রুপের তৃতীয় অবস্থানে আছে কানাডা। অপরদিকে এক ধাপ নিচে আছে পাকিস্তান, দুই ম্যাচের দুইটাতেই হেরেছে তারা। আজ কানাডার বিপক্ষে হারের মুখ দেখলে নিশ্চিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরকে বিদায় জানাতে হবে তাদের।
পাকিস্তান একাদশঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির।
কানাডা একাদশঃ সাদ বিন জাফর (অধিনায়ক) অ্যারন জন্সন, নাভনীত ধালিওয়াল, পর্গত সিং, নিকোলাস কির্টন, শ্রেয়াস মোভভা, রাভিন্দারপল সিং, ডিলন হেইলিগার, কালিম সানা, জুনাইদ সিদ্দিকি, জেরেমি গর্ডন।