মাঠের পর এবার র‍্যাঙ্কিংয়েও ছন্দ হারালেন সাকিব

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাঠের খেলায় খুব একটা ছন্দে নেই সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটি উইকেট নিয়েছেন তিনি। যার প্রভাব এবার পড়ল র‍্যাঙ্কিংয়েও। গত সপ্তাহেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ফিরে পেয়েছিলেন দেশের এই তারকা অলরাউন্ডার। তবে বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে নিষ্প্রভ পারফর্মে এবার সোজা পাঁচে নেমে গেছেন সাকিব।  

আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদে দেখা গেছে এই চিত্র। 

বিজ্ঞাপন

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবকে সরিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান তারকা মোহাম্মদ নবী। ৩ ধাপ এগিয়ে দুইয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তিন নম্বরে নেমে গেছেন এই লঙ্কান অধিনায়ক।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নবীর বর্তমান রেটিং ২৩১। অন্যদিকে সাকিবের রেটিং কমে নেমে গেছে ২০৮-এ। সামনের ম্যাচগুলোতে নিশ্চয় এই ক্ষতি পুষিয়ে দিয়ে ফের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করতে চাইবেন সাকিব।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে সাকিবের রান ১১। অন্যদিকে এক ম্যাচে ৩০ রান খরচ করেছেন অন্য ম্যাচে ১ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ৬ রান। দুই ম্যাচের কোনোটিতেই দেখা পাননি উইকেটের। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচে নিশ্চয় সাকিবের কাছ থেকে দারুণ কিছুই প্রত্যাশা করবে দল।