সাকিবের ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত 

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সবশেষ পাঁচ টি-টোয়েন্টিতে কেবল একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের দুই ম্যাচে পাননি একটিও। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৪৭ উইকেট তারই। ব্যাট হাতেও তিনি নেই ছন্দে। এতেই একাদশে তার জায়গা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তার এমন ফর্ম কি তবে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দলকেও? এমনটা মোটেও ভাবছেন না দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আশা রাখছেন আজকের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই ছন্দে ফিরবেন দেশসেরা এই অলরাউন্ডার। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিবের ফর্ম নিয়ে প্রশ্নটা ছিল ঠিক এমন, সাকিবের কাছ থেকে আমরা যা চাই, তা পাচ্ছি না। তা অধিনায়ক হিসেবে আপনার কাছে কতোটা দুশ্চিন্তার? সেখানে শান্তর সোজাসাপ্টা উত্তর, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’

বিজ্ঞাপন

সাকিব কি সেই ওয়ানডে বিশ্বকাপের সময়ের চোখের সমস্যায় এখনো ভুগছেন এবং এতেই কি ছন্দহীন তার ব্যাটে বলে পারফর্ম? শান্ত অবশ্য মানছেন না এমনটা। ‘না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন। এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। অধিনায়ক হিসেবে আমি এটাকে চাপের মনে করছি না। আমি জানি তিনি নিজে তা বোধ করছেন না। কারণ তিনি অভিজ্ঞ। তিনি ভালোভাবেই কামব্যাক করবেন বলে আমার মনে হয়।’ 

নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচের স্মৃতি অবশ্য খুব একটা সুখকর নয় বাংলাদেশের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডাচদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে কেবল ১৪২ রানেই গুটিয়ে যায় তারা। তবে সেই স্মৃতি ভুলে ম্যাচটা জিতে সুপার এইটের রাস্তা সহজ করার লক্ষ্যেই নামবে শান্ত-তাসকিনরা। এবং পরের রাউন্ডে নিজ দলের সুযোগটাই বেশি দেখছেন শান্ত।