তিন ওভারেই ওমানকে হারিয়ে দিল ইংল্যান্ড, টিকে রইল আশা
ক্রিকেট কার্নিভালঅস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শঙ্কায় পড়ে গিয়েছিল ইংল্যান্ডের বিশ্বকাপের সুপার এইটে খেলা। সেই শঙ্কা এখন অনেকটাই দূর করে ফেলেছে তারা। সবশেষ ম্যাচে ওমানকে ৪৭ রানে অলআউট করে ম্যাচ জিতে নিয়েছে মাত্র ১৯ বলে। আর তাতেই নেট রান রেট বেড়ে স্কটিশদের ছাড়িয়ে গেছে ইংল্যান্ড। এখন শেষ ম্যাচে ইংল্যান্ড জয় পেলে অন্যদিকে স্কটিশরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বসলে সুপার এইটে চলে যাবে ইংল্যান্ড।
ম্যাচে আধিপত্য দেখাতে হতো ইংল্যান্ডকে। বাড়িয়ে নিতে হতো নেট রান রেট। সেই কাজটা বেশ দক্ষতার সঙ্গেই করে দেখিয়েছে তারা। টসে জিতে বোলিং করতে নেমে ওমানকে গুড়িয়ে দিয়েছে ১৩.২ ওভারে। আদিল রশিদ, মার্ক উড ও জোফরা আর্চারদের বোলিং তোপে দুই অংকের দেখা পেয়েছে ওমানের এক ব্যাটার। দলীয় সর্বোচ্চ ১১ রান আসে শোয়েব আলীর ব্যাট থেকে। ওমানের ইনিংস থামে ৪৭ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলা শুরু করে ইংল্যান্ড। যেন যত দ্রুত সম্ভব জেতা চায় তাদের। বাড়িয়ে নেওয়া চায় নেট রান রেট। ফিল সল্ট জস বাটলার ও জনি বেয়ারস্টোরা ব্যাট চালিয়েছেন ৩০০-৪০০ স্ট্রাইক রেট বজায় রেখে। দলীয় সর্বোচ্চ ৮ বলে ২৪ রান আসে বাটলারের।
গ্রুপপর্বে ইংল্যান্ডের শেষ ম্যাচ আগামীকাল। যেখানে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। যেখান জয় পেলেই মিলতে পারে সুপার এইটের টিকিট। কেননা, স্কটল্যান্ড ৫ পয়েন্ট পেয়ে এগিয়ে থাকলেও তাদের নেট রান রেট ২.১৬৪। অন্যদিকে ইংল্যান্ডের ৩ পয়েন্ট থাকলেও নেট রান রেট ৩.০৮১। অর্থাৎ শেষ ম্যাচে স্কটিশরা হেরে গেলে এবং ইংল্যান্ড জয় পেলে সুপার এইটে উঠে যাবে ইংল্যান্ড।