টস জিতে ব্যাটিংয়ে আফগানরা

  ক্রিকেট কার্নিভাল


Apon tariq
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইতিহাসের সামনেই দাঁড়িয়ে আফগানিস্তান আর বাংলাদেশ। জিতলেই সেমিফাইনালে আফগানিস্তান। ৬১ রান বা ১২.৫ ওভারে ম্যাচ জিততে পারলে বাংলাদেশও যাবে সেমিফাইনালে। এমন সমীকরণের সামনে দুই দল মুখোমুখি আজ।
এই ম্যাচে টস জিতেছে আফগানিস্তান। কোনো ভাবনা ছাড়াই নেমেছে ব্যাটিংয়ে।
এই ম্যাচে আফগানিস্তান ভরসা রেখেছে নিজেদের আগের ম্যাচের একাদশে। কোনো পরিবর্তন নেই তাদের দলে।
বাংলাদেশ এই ম্যাচে দুটো পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সৌম্য সরকার আর তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে। আর বাদ পড়েছেন জাকের আলী ও শেখ মেহেদী।

বাংলাদেশ একাদশ-
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব
আফগানিস্তান একাদশ-
ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নানগয়াল খারোতি, কারিম জানাত, রশিদ খান, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকী

‘ক্যারিয়ার নিয়ে আপাতত কোনো প্ল্যান নেই’



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তো বটেই, এমনকি সব দল মিলিয়েও অন্যতম সিনিয়র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। রোহিত শর্মার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সবকটি আসরেই খেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই সাকিবের কাছে সমর্থকদের প্রত্যাশা ছিল বেশি। তবে সেই সাকিব প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি বোলিং কিংবা ব্যাটিংয়ে। ডাচদের বিপক্ষে ব্যাট হাতে ৬৪ রানের ইনিংস ছাড়া পুরো আসরজুড়েই ব্যর্থ হয়েছেন সাকিব।

সাকিবের মতো নিষ্প্রভ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। তাই স্বাভাবিকভাবেই দাবি উঠেছে এই দুই সিনিয়র ক্রিকেটারের অবসর নেওয়ার। এই দাবি আরও জোরাল হয়েছে ভারতকে বিশ্বকাপ জেতানোর পর রোহিত-কোহলির মতো পরীক্ষিত পারফর্মার অবসর নেওয়ায়। সাকিব নিজে অবসর নিয়ে কি কিছু ভেবেছেন; যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এসব প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল সাকিবের কাছে। যেখানে নিজেকে যাচাই করতে সময় নিয়েছেন সাকিব।

যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট, এরপর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন সাকিব। এরপর দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা রয়েছে তার। সাকিব তাই আপাতত সে সব নিয়েই ভাবছেন। অবসর নিয়ে ভাববেন এই ম্যাচগুলোতে নিজের পারফরম্যান্স দেখার পর।

দেশ ছাড়ার আগে অবসর নিয়ে সাকিব বলেন, ‘নিজের ক্যারিয়ার নিয়ে কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে, সামনে দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে মেজর লিগ আর গ্লোবাল টি-টোয়েন্টি। পরপর দুটি টুর্নামেন্ট খেলে দেখি নিজের কী অবস্থা। এরপর আন্তর্জাতিক সিরিজ আছে, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। তো, আপাতত প্ল্যান এটুকুই। খুব বেশি প্ল্যান করিনি।’

সাকিব আরও বলেন, ‘আসলে নিজের অবস্থা বোঝার দরকার আছে। আসলে এখন আর অমন সময় নেই যে তিন বছর চার বছর ধরে প্ল্যান করার। তিন মাস-ছয় মাসের প্ল্যান করাটাই ভালো। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্ত প্ল্যান আছে।’

  ক্রিকেট কার্নিভাল

;

মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ততক্ষণে শেষ। ভারতীয় দলের সবাই তখন শিরোপা নিয়ে উদযাপনে ব্যস্ত। ঠিক তখনই এক অদ্ভুত কাণ্ড করলেন ভারতের সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। ফাইনাল ম্যাচটি যে পিচে হয়েছে সেখানে গেলেন এবং একটু মাটি আঙুল দিয়ে তুলে নিয়ে মুখের ভেতর নিয়ে নিলেন!

পরদিন আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রকাশ পেতেই শুরু হয়ে যায় আলোচনার ঝড়। কেন এই কাজ করেছিলেন রোহিত? ঠিক কোন ভাবনা থেকে এই আজব কাজটি করলেন তিনি? এই প্রশ্ন ছড়িয়ে পড়ে অন্তর্জালে। সেই প্রশ্নের জবাবটা ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে দিলেন রোহিত নিজেই।

তিনি বলেন, ‘আগে থেকে কিছুই ঠিক করিনি। এই মুহূর্তটা উপভোগ করছিলাম। পিচটা আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছিল ভারত। তবে এক পর্যায়ে মনে হচ্ছিল প্রোটিয়ারা বুঝি ম্যাচটা বের করেই নিচ্ছে। ৩০ বলে ৩০ রান দরকার ছিল তাদের। সে পরিস্থিতি থেকে শেষমেশ ম্যাচটা ৭ রানে জিতেছে ভারত। 

ম্যাচটা এখনও মন থেকে মুছে ফেলতে পারছেন না রোহিত, ‘বিশ্বাস করাটা কঠিন। স্বপ্ন-স্বপ্ন মনে হচ্ছে। সত্যিই আমরা বিশ্বকাপ জিতেছি, কিন্তু সেটা বিশ্বাস করতে পারছি না। এটাই আবেগ। মনের মধ্যে এটাই চলছে।’

উদযাপনের মধ্যমণি রোহিত, মাঝে শুয়ে আছেন, চোখেমুখে তৃপ্তির ছাপ। এমন এক ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোহিত জানালেন, এটাই এখন তার মানসিক পরিস্থিতি। তিনি বলেন, ‘এই ছবিটাই বুঝিয়ে দেয় আমার মানসিক অবস্থা কী। অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু মুখে কিছুই আনতে পারছি না। ওই শনিবারটা আমার কাছে কী, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। দ্রুতই আমি সেসব নিয়ে বলব। তবে এখন আমি আর সবার মতোই স্বপ্নের জগতে আছি।’

  ক্রিকেট কার্নিভাল

;

তাসকিনের ঘুম কাণ্ড প্রসঙ্গে যা বললেন সাকিব



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফর শেষ করে শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরমধ্যেই হঠাৎ করেই আলোচনায় এসেছে তাসকিন আহমেদের নাম। বিশ্বকাপে সুপার এইটের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে একাদশে ছিলেন না এই টাইগার পেসার। তার না থাকার কারণ ছিল ঘুম। যা নিয়েই এখন হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই আলাপে এবার নিজের মত দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে কেন একাদশে ছিলেন না তাসকিন আহমেদ? সত্যিই কি সেদিন ঘুমের কারণে টিম বাস মিস করেছিলেন তাসকিন? এসব নিয়ে সাধারণ জনগণের মধ্যে ভিন্নধর্মী আলোচনার জন্ম নিয়েছে, তাসকিনকেও হতে হচ্ছে সমালোচিত। বিষয়টি পরিষ্কার করতে এবার এটি নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। তাসকিনের ঘুম কাণ্ডের বিষয়টির সত্যতাও নিশ্চিত করেছেন তিনি।

ঠিক কি হয়েছিল ওই দিন? তা নিয়ে সাকিব বলেন, ‘টিমের বাস একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে। ক্রিকেটে আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস, নরমালি বাস কখনোই অপেক্ষা করে না। কেউ হয়ত এরকম মিস করলে পরে গাড়ি নিয়ে আসে বা ম্যানেজারের গাড়ি থাকে বা ট্যাক্সি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা, সেখানে পরিবহনের সাপোর্ট অনেক কঠিন ছিল।’

তাসকিন টিম বাস মিস করলেও পরে ম্যাচে নামার আগে তাসকিনকে দেখা গেছে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বাকি ক্রিকেটারদের সঙ্গে লাইনে দাঁড়াতে। তাসকিন তাহলে ঠিক কখন মাঠে এসেছিল? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘যখন তাসকিন পৌঁছেছিল মাঠে, তখন অলমোস্ট টস হওয়ার ৫-১০ মিনিট আগে। ম্যাচের খুব কাছাকাছি সময়ে। স্বাভাবিকভাবে ওই সময়ে কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। কোন অবস্থাতে থাকে এরকম পরিস্থিতিতে একজন খেলোয়াড়, তার জন্যেও বিষয়টা কঠিন।’

তাসকিন বিষয়টি নিয়ে পরে বাকিদের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান সাকিব। বলেন, ‘স্বাভাবিকভাবে তাসকিন পরে পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে। সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, অনেক সময় না চাইতেও ভুল হয়। এই ভুল সবারই হয়ে থাকে। সে বিষয়টা স্বীকার করেছে এবং তারপর ওখানে শেষ হয়ে গেছে।’

  ক্রিকেট কার্নিভাল

;

অধিনায়ক রোহিতকে ধন্যবাদ জানালেন কোচ দ্রাবিড়

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গেল বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধান কোচের দায়িত্বেই আর থাকবেন না তিনি। তবে সেটি আসলেই হলে বিশ্বকাপ জেতা কোচ হওয়া হতো না তার। হতাশার সময় পার করতে থাকা রাহুলকে সেদিন ফোন দিয়ে প্রধান কোচের দায়িত্বে থেকে যাওয়ার জন্য বুঝিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা।

এরপর তো কি হয়েছে তা সকলেরই জানা। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটাও দ্রাবিড়কে জিতিয়েছেন রোহিত। নিজেও হয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সে সময়ের ঘটনা মনে করে রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন দ্রাবিড়।

রোহিতকে ধন্যবাদ জানিয়ে দ্রাবিড় বলেন, ‘নভেম্বরে আমাকে ফোন কল করে চালিয়ে যেতে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, রো (রোহিত)। আমি মনে করি আপনাদের প্রত্যেকের সাথে কাজ করা একটি বিশেষ সুযোগ এবং আনন্দের বিষয়। রো, দারুণ এই সময়ের জন্যও ধন্যবাদ। আমাদের কথা বলার অনেক সময় আছে, আমাদের আলোচনা করতে হবে, একমত হতে হবে, আবার মাঝে মাঝে ভিন্নমতও থাকবে, কিন্তু এসবের বাইরেও আপনাকে অনেক ধন্যবাদ।’

বিশ্বকাপ জয়ের পর সময়টা উপভোগ করাতেই ক্রিকেটারদের মনোযোগ দিতে বলেছেন দ্রাবিড়। বলেন, ‘আপনারা সকলেই এই মুহূর্তগুলি মনে রাখবেন। রান নয়, উইকেট নয়, আপনি কখনই আপনার ক্যারিয়ারের কথা মনে রাখেন না। তবে আপনি এই মুহূর্তগুলি মনে রাখবেন, তাই আসুন আমরা সত্যিই সময়টাকে উপভোগ করি।’

বিশ্বকাপ জয়ের পরও কেন ভারতের কোচ হতে চান না তা জানিয়ে দ্রাবিড় বলেন, ‘দুর্ভাগ্যবশত, যে ধরনের ঠাসা সময়সূচী আন্তর্জাতিক ক্রিকেটে। যেখানে আমি আমার জীবনের এই পর্যায়ে নিজেকে খুঁজে পেয়েছি, সেখানে আবার আবেদন করা যায় বলে আমার মনে হয়নি।’

  ক্রিকেট কার্নিভাল

;