সেমিফাইনালে যেতে কী করতে হবে বাংলাদেশকে
ক্রিকেট কার্নিভালবিশ্বকাপের সুপার এইটের সেমিফাইনালের লড়াইটা জমে উঠেছে ভালোভাবেই। অস্ট্রেলিয়া-আফগানিস্তান তো বটেই, বাংলাদেশেরও সুযোগ আছে সেমিফাইনালে চলে যাওয়ার।
তিন দলের ভেতর বাংলাদেশের সমীকরণটাই সবচেয়ে কঠিন। আফগানিস্তানেরটা সবচেয়ে সহজ। অস্ট্রেলিয়া আছে ঠিক তার পর। বাংলাদেশ আছে সবার শেষে।
বাংলাদেশের সামনে লক্ষ্যটা ১১৬ রানের। সেমিফাইনালে যেতে হলে শান্তদের এই রানটা তুলতে হবে ১২.১ ওভারে। ১২.৩ বা ১২.৫ ওভারেও এই রানটা তুলতে পারে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে ১১৫ রানে দাঁড়িয়ে যথাক্রমে ৪ অথবা ছক্কা মারতে হবে বাংলাদেশকে।
আফগানিস্তান জিতলে দলটা সরাসরি চলে যাবে সেমিতে। তাদের সামনে কোনো সমীকরণও নেই। স্রেফ একটা জয়, এটাই এক ও অদ্বিতীয় সমীকরণ।
এদিকে অস্ট্রেলিয়াও তাকিয়ে থাকবে এই ম্যাচে। তারা চাইবে বাংলাদেশ জিতুক, তবে ১২.৫ ওভারের পর। তাহলে নেট রান রেটে বাংলাদেশ পেছনে ফেলতে পারবে না অজিদের। শ্রেয়তর নেট রান রেট নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে। এই সমীকরণটা মাথায় রেখে বাংলাদেশ ব্যাট করতে নামবে তো?