রুশ হামলার জবাব দিচ্ছে বিমান বাহিনী: ইউক্রেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইতিমধ্যে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতি জানিয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী রুশ হামলার জবাব দিচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বার্তায় এ কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, রাশিয়ান সামরিক বাহিনী দেশটির পূর্বাঞ্চলে তাদের ইউনিটগুলির ওপর ব্যাপক গোলা বর্ষণ শুরু করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া কিয়েভের কাছে বরিসপিল বিমানবন্দর এবং আরও কয়েকটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার বিমান হামলার বিরুদ্ধে লড়াই করছে।

এদিকে রাশিয়ার ওপর বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি বলেছেন, বিশ্বকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ইউরোপ এবং বিশ্বের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে।