জ্বালানি তেলের দাম ১১৩ ডলার, ৭ বছরে সর্বোচ্চ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামায় অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ১১৩ ডলারে গিয়ে ঠেকেছে। যা বিগত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ দাম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের এক ব্যারেল তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৩ ডলারে। যা গত সাত বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি ছয় কোটি ব্যারেল তেল বাজারে ছাড়াতে রাজি হয়। জরুরি মজুত থেকে এসব তেল ছাড়ার কথা। এর মধ্যে ফের তেলের দাম বাড়ার খবর এলো।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের পর এই প্রথম ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১১৩ ডলার হয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।

বিজ্ঞাপন