মোদি ও জেলেনস্কির আধা ঘণ্টা ফোনালাপ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরে আটকে পড়া ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আধা ঘণ্টা কথা বলেছেন।

সোমবার (০৭ মার্চ) তাদের মধ্যে এই ফোনালাপ হয়েছে। খবর সংবাদ সংস্থা এএনআই এর।

বিজ্ঞাপন

রাশিয়ান এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে প্রায় ৭০০ ভারতীয় ছাত্র সুমিতে আটকা পড়েছে।

প্রায় ৩৫ মিনিট ধরে চলা টেলিফোন আলাপে নরেন্দ্র মোদি ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে সহায়তার জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

ভারতের প্রধানমন্ত্রী সুমি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার চলমান প্রচেষ্টায় ইউক্রেন সরকারের কাছে অব্যাহত সমর্থন চেয়েছেন।

সূত্র জানায়, দুই নেতা ইউক্রেনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মোদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সরাসরি আলোচনার প্রশংসা করেছেন।

ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল মোদি ও জেলেনস্কির মধ্যে দ্বিতীয় টেলিফোন কথোপকথন।