ইউক্রেনে চলমান লড়াইয়ে ১৬৭ শিশু নিহত

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। গোলাগুলি, সংঘাত আর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৪৬ শিশু হতাহত হয়েছে। এর মধ্যে নিহতের সংখ্যা ১৬৭।

বুধবার (০৬ এপ্রিল) ইউক্রেনের কর্মকর্তারা এতথ্য জানিয়েছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে পূর্বাঞ্চলীয় ডনেৎস্ক অঞ্চলে। সেখানে রাশিয়ার হামলায় ৮১ শিশু প্রাণ হারিয়েছে। অপরদিকে রাজধানী কিয়েভে ৭৮ শিশু এবং খারকিভ অঞ্চলে ৬৪ শিশু নিহত হয়েছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ক্রমাগত গোলাবর্ষণ এবং বোমা হালায় প্রায় ৯২৭টি স্কুল এবং অন্যান্য শিক্ষা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তবে, বিবিসি স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি।