ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি
রুশ-ইউক্রেন সংঘাতইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভূখণ্ড জয়ের চেষ্টায় রাশিয়া ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
স্থানীয় সময় বুধবার (০৬ এপ্রিল) আইরিশ পার্লামেন্টে ভার্চুয়ালি বক্তব্য দেন জেলেনস্কি। এসময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলো জীবিকা টিকিয়ে রাখার জিনিসগুলিকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, রুশ বাহিনী ইউক্রেনের সব সমুদ্র বন্দর এবং রফতানির জন্য খাদ্যসহ জাহাজ আটকে দিয়েছে।
ইউক্রেন কৃষি ও খাদ্যের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহত্তম উৎপাদক। জেলেনস্কি বলেন, রাশিয়ার কারণে বিশ্বজুড়ে লাখ লাখ ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্যের ঘাটতি এবং উচ্চতর খরচের দিকে পরিচালিত করবে।
জেলেনস্কি আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের প্রভাব ব্যবহার করে ইইউ দেশগুলিকে পুতিনের আক্রমণ থামাতে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য রাজি করার আহ্বান জানান।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে আলোচনায় বসেছে ইইউ।