কিয়েভ থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া: পেন্টাগন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের চারপাশ থেকে রাশিয়া সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা।

স্থানীয় সময় বুধবার (০৬ এপ্রিল) পেন্টাগনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলে থাকা রুশ সেনা প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, আমরা এখন কিয়েভ কিংবা তার আশেপাশে এবং চেরনিহিভ কিংবা তার আশেপাশে আর কোনও রুশ সেনা দেখতে পাচ্ছি না। তিনি দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্যের কোনও কিছুই অর্জন করতে পারেননি।

পেন্টাগন মুখপাত্র আরও বলেন, তিনি প্রকৃতপক্ষে কেবল ছোট জনগোষ্ঠীর কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন, তারা খারকিভ দখল করেনি।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, রাশিয়ার স্থল সেনারা এলাকা ছেড়ে গেলেও কিয়েভ এখনও হুমকির মুখে। কিয়েভের স্থল আক্রমণের হুমকি এখন আর নেই… তবে তাদের (রাশিয়ার) দীর্ঘ-পরিসরের লক্ষ্যগুলি কী তা এখনও স্পষ্ট নয়।