লাল-সবুজে বিজয়ের ৫০ উদযাপন

  বিজয়ের ৫০ বছর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রক্তের দামে কেনা বিজয়ের ৫০ বছরে লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। আড়ম্বর পরিবেশে উদযাপন করা হচ্ছে বিজয়ের সুবর্ণজয়ন্তী।

আতশবাজি ও নাচ-গানের মধ্যদিয়ে বিজয় উদযাপন করেছে তরুণ প্রজন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কেন্দ্রীয় শহিদ মিনারে তারুণ্যের আয়োজনে মেতে উঠেছে নানা বয়সী আর শ্রেণী-পেশার মানুষ। অনেক শিশুরাও এসেছে বাবার সাথে, কেউবা মায়ের সাথে। আবার অনেকে এসেছেন স্বপরিবারে।

‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, আজ তার ৫০ বছর। এই চেতনা সবার মধ্যে উজ্জীবিত হোক। বর্তমান প্রজন্ম যদি এসব না জানে তাহলে একটা সময় তাদের মধ্যে দেশ প্রেম থাকবে না।’ বলছিলেন ছোট ছেলেকে নিয়ে শহিদ মিনারে আসা শামসুল হক।


বিজয়ের দিনে বিভিন্ন গণপরিবহনসহ প্রাইভেট গাড়িতে জাতীয় পতাকা শোভা পাচ্ছে। রাস্তায় ঘুরে ঘুরে ছোট-বড় নানা আকারের পাতাকা বিক্রি করতে দেখা গেছে ফেরিওলাদের।

‘বিজয় দিবসকে ঘিরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছে জাতীয় পতাকার চাহিদা বেড়েছে। অন্যরকম ভালো লাগা, দেশপ্রেম থেকে লাল-সবুজের পতাকা বিক্রি শুরু করলেও এখন ভালোই বিক্রি হচ্ছে। রাস্তায় ঘুরে পতাকা বিক্রি করতে' করতে বলছিলেন মাসুদ মিয়া’।


বিজয়ের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর, জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। বাংলাদেশের ৫০ বছর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ৭১ কিলোমিটার বিজয় পদযাত্রা করছে ক্রিড়াবিদরা।


এছাড়াও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বিকেল সাড়ে ৪টায় এই শপথ পড়িয়েছে তিনি।

স্বাধীনতার জন্য বাঙালিকে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করতে হয়েছে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির স্বাধিকারের যে চেতনা প্রস্ফুটিত হয়েছিল, সময়ের পরিক্রমায় তা মুক্তিযুদ্ধে রুপান্তরিত হয়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় বাঙালি জাতি। সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা সকলের।

   

চমেক হাসপাতালে ফের নারী দালাল গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে থেকে ফের রিতা চৌধুরী (৫৬) নামের আরও এক নারী দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিতা চৌধুরী সাতকানিয়ার উপজেলার পশ্চিম নলুয়ার সুভাষ চৌধুরীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের হয়রানি করে থাকে দালাল চক্রের সদস্যরা। রিতাও হাসপাতালের আসা রোগীদের হয়রানি করে আসছিলেন। বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ২৭ নভেম্বর সকালে রত্না দাস নামের এক নারী দালালকে গ্রেফতার করে পুলিশ।

  বিজয়ের ৫০ বছর

;

সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন



স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ২৪ ঘণ্টার হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাশকতা রুখ‌তে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারাদেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, ২৮ নভেম্বর সকাল ৬টা থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাজীপুরে দুটি, বাগেরহাটে একটি ও সিরাজগঞ্জে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

  বিজয়ের ৫০ বছর

;

'নির্বাচনে আমার স্ত্রী আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে'  



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

ঢাকা ১০ আসনের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় নিজেই সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এর আগে গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের ঢাকা ১০ আসনের মনোনীত প্রার্থী হিসেবে চিত্রনায়ক ফেরদৌসের নাম ঘোষণা করেন।


এ সময় তিনি বলেন, 'আসলে নির্বাচনে জয়ের বিষয়ে আমি শতভাগের থেকে বেশি আশাবাদী। আর এই নির্বাচনে কাগজপত্র তৈরি করা এটা অনেকটা জটিল কাজ এবং খুব মজারও। তবে এই কাগজপত্র ঠিক করার বিষয়ে আমার বউ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। সে খুব ভালো অর্ধাঙ্গিনী এবং সে খুব গোছালো।' 

তিনি আরও বলেন, 'আমি প্রমাণ করে দিতে চাই যে নৌকার নায়ক এ দেশের প্রতিটা মানুষ। এবং দলমত নির্বিশেষে যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিবে এটাই প্রত্যাশা করি। আর আমার সাথে দক্ষ একটি টিম আছে, আমাদের মেয়র মহোদয় আছেন। ইতিমধ্যে তিনি আমার আসনের বিপুল উন্নয়ন করেছেন। ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে মানুষের কাছে পৌছে যাব। এবং ফেরদৌসকে মানুষ পর্দায় দেখার জন্য হলে গিয়েছে সেই ফেরদৌস তাদের ঘরে যাবে।' 

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রিয় এই তারকা। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে পর্দার সুজন মাঝি হবেন আ.লীগের নৌকার মাঝি, বলছেন সাধারণ মানুষরা।

  বিজয়ের ৫০ বছর

;

বগুড়ায় গাড়িতে আগুন, আটক ২



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
বগুড়ায় গাড়িতে আগুন, আটক ২

বগুড়ায় গাড়িতে আগুন, আটক ২

  • Font increase
  • Font Decrease

বগুড়ায় বিএনপির ডাকা হরতালে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে বগুড়া শহরের কানছগাড়ি এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি শেরপুর সড়ক ধরে সিটি স্কুলের সামনে পৌঁছে সমাবেশের আয়োজন করে।

এসময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হরতাল সমর্থকেরা একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ হরতাল সমর্থকদের ধাওয়া করে মন্তেজার ও জাহিদ নামের বিএনপির দুই কর্মীকে আটক করে।

এসময় পুলিশ অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করে।

এদিকে বুধবার দিবাগত রাত ১২ টার পর বগুড়া-ঢাকা মহাসড়কে বনানী এলাকায় একটি ট্রাকে, তিনমাথা এলাকায় একটি যাত্রীবিহীন বাসে এবং দ্বিতীয় বাইপাস মহাসড়কে জয়বাংলা এলাকায় একটি দুধ বহনকারী লড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়াও ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, গাড়ি ভাঙচুরের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়াও রাতে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

  বিজয়ের ৫০ বছর

;