মুজিববর্ষ না মুজিবর্ষ, চলছে আলোচনা-সমালোচনা!

  বিজয়ের ৫০ বছর
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মুজিববর্ষ না মুজিবর্ষ, চলছে আলোচনা-সমালোচনা!

মুজিববর্ষ না মুজিবর্ষ, চলছে আলোচনা-সমালোচনা!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ৮ বিভাগের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করবেন।

শপথ অনুষ্ঠানে অংশ নিতে আরো কোটি মানুষের চোখ টিভি স্ক্রিন, ফেসবুক লাইভে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বানানো শপথ মঞ্চে উঠলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গেলেন ডায়াসের সামনে! তার পাশে ছোটবোন শেখ রেহানা। এরপরেই সবার চোখ কপালে উঠলো যে দিবসকে ঘিরে এত আয়োজন সেই মুজিববর্ষের বানানটাই ভুল করেছে আয়োজক কমিটি। এত বড় অনুষ্ঠান দেশসহ সারা বিশ্বের যেখানে চোখ থাকবে – সেই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোগোটার বানানেই ভুল।

বিজ্ঞাপন

১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার বিজয়ের ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ অংশে এই বানান ভুল করেছে আয়োজক কমিটি। দেখা যায়- প্রধানমন্ত্রী যে ডায়াসে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করাবেন সেখানে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ’ লেখার বদলে একটি 'ব' বাদ দিয়ে লেখা হয়েছে 'সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দেশের এমন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে বানান ভুল করা সহজেই মেনে নিতে পারছেন না কেউ-ই। তাদের দাবি, আয়োজক কমিটির উদাসীনতায় বানান ভুলের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

কিন্তু, অনেকে এই বানানকে শুদ্ধ হিসেবে ফেসবুকে পোস্ট করেছেন। কেউ কেউ বলছে, মুজিববর্ষকে সংক্ষেপে মুজিবর্ষ লিখেছে এতে কোন ভুল নেই। তবে সমালোচনার পাল্লাই ভারী দেখা গেছে।

মাহবুব আল রশিদ খান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এতো বড় ভুল মেনে নিতে পারছি না, কাদের হাতে দায়িত্ব দেওয়া হয় মুজিববর্ষ লিখতে বানান কিভাবে ভুল করে??

আরেকজন লিখেছেন, মুজিব বর্ষের শপথ পাঠ করা হচ্ছে, কিন্তু মুজিববর্ষ বানান ভুল। এইরকম একটি জায়গায় ভুল মানা যায় কি? যারা আয়োজক কমিটি তাদের শাস্তির আওতায় আনা হোক।

এক ফেসবুক ব্যবহারকারী মজা করে লিখেছেন, এত বড় আয়োজনে ছোট্ট ত্রুটি নিয়ে মাতামাতির কী আছে? কী বলেন?  একটা 'ব' বাদ পড়েছে মাত্র!

এমন সমালোচনা আলোচনার মধ্যে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে জানিয়েছেন ‘মুজিবর্ষ শুদ্ধ’ বানান না এটি ব্যাকরণগত ভুল।

তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘মুজিবর্ষ’ বলতে কোন শব্দ নেই, এটা ভুল হয়েছে। আয়োজক কমিটি এটি ভুল করেছেন। মুজিববর্ষ হবে মুজিবর্ষ কোন শব্দ হতে পারে না।’

কবি, প্রাবন্ধিক ও শিক্ষক সোহেল হাসান গালিব বার্তা২৪.কম’কে বলেন, মুজিবর্ষ ভুল বানান, এটা কোনভাবেই শুদ্ধ হতে পারে না। আয়োজক কমিটির ভুলে ‘ব’ বাদ পড়ে গেছে।   

এ বিষয়ে জানতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঞ্চালনায় শপথ পাঠ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।