ঘূর্ণিঝড়ে বরিশালে ৫ জনের মৃত্যু, আহত ২৪৩
ঘূর্ণিঝড় বুলবুলঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিভিন্ন ঘটনায় বরিশাল বিভাগ জুড়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আশালতা মজুমদার (৬৫)। পিরোজপুর জেলার নাজিরপুরে ননী গোপাল মন্ডল (৬৫)। এছাড়া, বরগুনা জেলায় ২ জনের মধ্যে আশ্রয় কেন্দ্রে হালিমা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। অপর জন গাছের নিচে চাপা পড়ে মারা যান। তবে তার নাম জানা যায়নি। অন্যদিকে, পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরায় হামেদ ফকির (৬৫) নামের এক বৃদ্ধের ঝড়ে মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া। এসময় তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৈরী আবহাওয়ায় বৃষ্টি আর ঝড়োহাওয়ায় বরিশাল বিভাগের ৬ জেলায় সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের তথ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪৩ জন। এর মধ্যে আহত হয়েছেন সবচেয়ে বেশি পিরোজপুর জেলায় ২১৭, বরগুনায় ১৭, ভোলায় ৫, পটুয়াখালীতে ২ ও বরিশালে ২ জন। তবে এখনো হতাহতের তথ্য সংগ্রহ চলছে।