হাফিজের চাওয়া সেমিতে খেলুক বাংলাদেশ
ক্রিকেট কার্নিভালটি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলকে এখন লড়তে হবে সেমির জন্য। সেই লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মোহাম্মদ হাফিজ। এশিয়ান দল হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দল ছিটকে যাওয়ায় হাফিজের চাওয়া অন্তত সেমিতে খেলুক বাংলাদেশ।
গ্রুপপর্বে তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। অথচ, বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলের অবস্থা ছিল সূচনীয়। হারতে হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ। হঠাৎ দলের এমন পারফরম্যান্সের রহস্য নিয়ে পিটিভি স্পোর্টসের অনুষ্ঠান ‘গেম অন হ্যাঁয়’ তে হাফিজ জানান বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারই বাংলাদেশের বদলে যাওয়ার কারণ।
বাংলাদেশ দলকে নিয়ে হাফিজ বলেন, ‘আমরা জানতাম তারা সেটা করতে পারবে। যদি আপনি তাদের যাত্রাটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন, তারা প্রত্যাশা মেটাতে পারেনি। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর তারা শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তারা খেলাটার প্রতি সঠিক দেহভাষ্য আর চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে।’
গ্রুপপর্বে কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। তবে ওই ম্যাচেও শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচ হেরেছে ৪ রানের ব্যবধানে। তবে ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পরও আত্মবিশ্বাস পেয়েছিল বাংলাদেশ বলে মনে করেন হাফিজ।
বলেন, ‘সে ম্যাচটা প্রতিযোগিতায় বাংলাদেশকে দারুণ আত্মবিশ্বাস এনে দিয়েছে।’ বাংলাদেশ দলের সেমিতে খেলা নিয়ে হাফিজ বলেন, ‘আমি আশা করছি বাংলাদেশ ভালো করবে। এশিয়ান জায়ান্ট পাকিস্তান আর শ্রীলঙ্কা বাদ পড়ে গেছে প্রতিযোগিতা থেকে। ব্যক্তিগতভাবে আমি চাই তারা ভালো করুক। সেমিফাইনালে পৌঁছে যাক।’