যুক্তরাষ্ট্রের সামনে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিশ্বকাপের সুপার এইট শুরু হলো আজ থেকে। প্রথম ম্যাচে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা আর সহ আয়োজক যুক্তরাষ্ট্র। নবাগত দলটার সামনে রীতিমতো রানের পাহাড়ই গড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ১৯৪ রান তুলেছে ৪ উইকেট খুইয়ে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই অবশ্য হারায় ওপেনার রিজা হেনড্রিকসকে। এরপর ঝড়টা তোলেন কুইন্টন ডি কক, যিনি গ্রুপ পর্বে মোটেও রানের দেখা পাননি। ৪০ বলে ৫ ছক্কা আর ৭ চারে ৭৪ রান করেন তিনি। দ্রুত উইকেট খোয়ানোর পর অধিনায়ক এইডেন মার্করামের সঙ্গে গুরুত্বপূর্ণ ১১০ রানের জুটি গড়েন তিনি, যা দলকে এনে দেয় বড় রানের দিশা। 

বিজ্ঞাপন

হারমিত সিং অবশেষে এই জুটিকে থামান। সে ওভারেই সাজঘরে ফেরেন ডেভিড মিলার। একটু পর মার্করামও ফেরেন ৩২ বলে ৪৬ রান করে। 

তবে এরপরই হাইনরিখ ক্লাসেন দাঁড়িয়ে যান ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ৩০ বলে ৫৩ রান, ত্রিস্তান স্ট্যাবস ১৬ বলে ২০ ও হেনরিখ ক্লাসেন করেন ২২ বলে ৩৬ রান। যার ফলে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন