যুক্তরাষ্ট্রকে রুখে দিয়ে প্রোটিয়াদের পাঁচে পাঁচ
ক্রিকেট কার্নিভালগ্রুপ পর্বে নিজেদের চার ম্যাচের সবকটি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আজ সুপার এইটের শুরুর ম্যাচে সে সংখ্যাটা পাঁচে উন্নীত করল দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রকে হারাল ১৮ রানে।
তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ জয়টা দক্ষিণ আফ্রিকা অত সহজে পায়নি। ম্যাচটা যুক্তরাষ্ট্র ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত ছিল ঝুলেই।
১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আন্দ্রিস গাউস আর স্টিভেন টেলর শুরু থেকে চড়াও হয়েছিলেন প্রোটিয়া বোলারদের ওপর। প্রথম তিন ওভারেই তুলে নিয়েছিলেন ২৮ রান। তবে এরপরই ভেঙে পড়ার শুরু দলটার। পাওয়ারপ্লেতে ৫৩ রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১২তম ওভারে ৭৬ রানে অর্ধেক ইনিংস হারিয়ে বসে দলটা। অ্যারন জোন্স, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীরদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
এরপর হারমিত সিংকে নিয়ে প্রতি আক্রমণ করে বসেন গাউস। ৩৩ বলে ফিফটি করেন তিনি। ওপাশে হারমিতও ব্যাট চালাচ্ছিলেন সমানতালে। ৭ ওভারে ৯১ রানের এই জুটি জয়ের স্বপ্নই দেখাচ্ছিল যুক্তরাষ্ট্রকে। তবে এই জুটি সে স্বপ্নটাও ভাঙেন কাগিসো রাবাদা। তার শিকার হয়ে ২২ বলে ৩৮ রান করা হারমিত সিং ফেরেন।
পরের ১১ বলে দলের প্রয়োজন ছিল ২৮ রান। কিন্তু রাবাদা আর আনরিখ নরকিয়ার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে ১০ রানই মাত্র তুলতে পারে যুক্তরাষ্ট্র। তাই ১৮ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই অবশ্য হারায় ওপেনার রিজা হেনড্রিকসকে। এরপর ঝড়টা তোলেন কুইন্টন ডি কক, যিনি গ্রুপ পর্বে মোটেও রানের দেখা পাননি। ৪০ বলে ৫ ছক্কা আর ৭ চারে ৭৪ রান করেন তিনি। দ্রুত উইকেট খোয়ানোর পর অধিনায়ক এইডেন মার্করামের সঙ্গে গুরুত্বপূর্ণ ১১০ রানের জুটি গড়েন তিনি, যা দলকে এনে দেয় বড় রানের দিশা।
হারমিত সিং অবশেষে এই জুটিকে থামান। সে ওভারেই সাজঘরে ফেরেন ডেভিড মিলার। একটু পর মার্করামও ফেরেন ৩২ বলে ৪৬ রান করে।
তবে এরপরই হাইনরিখ ক্লাসেন দাঁড়িয়ে যান ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ৩০ বলে ৫৩ রান, ত্রিস্তান স্ট্যাবস ১৬ বলে ২০ ও হেনরিখ ক্লাসেন করেন ২২ বলে ৩৬ রান। যার ফলে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। যা শেষমেশ জয়ের জন্য যথেষ্ট হয়ে যায় তাদের।