উপভোগ মানে দায়িত্ব থেকে সরে আসা নয়: হাথুরুসিংহে
ক্রিকেট কার্নিভালটি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় পার করছে বাংলাদেশ দল। গ্রুপপর্বের চার ম্যাচের তিনটিতেই জিতে উঠে গেছে সুপার এইটে। সামনে এবার প্রথমবারের মতো সাদা বলের এই ফরম্যাটের বিশ্বকাপে সেমিতে ওঠার হাতছানি। বিশ্বকাপের আগে প্রস্তুতি যখন ছিল ছন্নছাড়া তখন মূলপর্বে এমন পারফর্ম নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস আরও চাঙ্গা করে তুলেছে শান্ত-সাকিবদের।
ক্রিকেট খেলাটাই তো পুরোপুরি উপভোগের। সেখানে সেটি যখন বৈশ্বিক কোনো টুর্নামেন্টে এবং দল যখন এমন পারফর্ম করে তখন তা হয়ে ওঠে আরও বেশি উপভোগের। তবে উপভোগটা যেন এমন হয়ে না যায় দায়িত্ব থেকে কেউ সরে যাচ্ছে। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে এমনটাই বললেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
দলের সবার দায়িত্ব নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা এই খেলাটা খেলি কেন? উপভোগ করতে। তবে উপভোগের মানে এই নয় যে নিজেদের ভূমিকা থেকে সরে আসা। দলের প্রত্যেকের একটা ভূমিকা আছে, সেটা পালন করতে স্বাধীনতা, উপভোগের সুযোগ তাদের থাকবে সব সময়ের মতো, যেমনটা জাতীয় দল তো বটেই, ক্লাব ক্রিকেট বা পার্কের ক্রিকেটেও থাকে। এ কারণেই তো আমরা খেলাটা শুরু করি! উপভোগটা আমাদের কাছে সবার আগে। তবে দলের সবাইকে দায়িত্বটা ঠিকঠাক পালন করতেই হবে।’
অজিদের নিয়ে বেশ ভালো জানাশোনা আছে হাথুরুসিংহের। সরাসরি জাতীয় দলের দায়িত্বে থাকলেও বিগ ব্যাশে দুটি দলের দায়িত্বে ছিলেন এই শ্রীলঙ্কান কোচ। তবে দল যখন অস্ট্রেলিয়া, তাদের ইতিবাচক-নেতিবাচক দিক জেনেও আপাতত কোনো লাভ নেই বলে জানান তিনি। ‘১২ মাস আগে আমি সেখানে ছিলাম। আমি তাদের অনেককে চিনি, তারা বেশ ভালো খেলোয়াড়, নিজেদের খেলাটা সম্পর্কে তারা বেশ আত্মবিশ্বাসী। আমরা তাদের অনেক শক্তিমত্তা আর দুর্বলতা সম্পর্কে জানি। কিন্তু সেসব খুব একটা সাহায্য করবে না। খেলাটা যেদিন হবে, সেদিনের কন্ডিশন পড়তে পারাটা অনেক বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। তো আমাদের মনোযোগটা থাকবে কীভাবে কন্ডিশনটাকে নিজেদের কাজে লাগানো যায়। এটা নিয়েই আমরা কথা বলছি এখন।’