থেমেছে দ্বিতীয় দফার বৃষ্টি, রিশাদের জোড়া আঘাত 

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিধ্বংসী অজিদের সামনে ১৪১ রানের লক্ষ্যতা সহজের কাতারেই। দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার শুরুটাও করেছিলেন তেমনই। পাওয়ারপ্লেতেই চারটি বোলার আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে পেস-স্পিনের যুগল ছাপিয়ে শুরুর ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে ফেলে অজিরা। এতে উইকেতের খোঁজে সপ্তম ওভারে রিশাদকেও আক্রমণে আনেন শান্ত। তবে সেই ওভারের দুই বল বাদেই নামে বৃষ্টি। এতেই খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। 

দ্বিতীয় দফার বৃষ্টি শেষে ম্যাচ শুরুর পরপরই দলকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ। নিজের পরের ওভারে তুলে নিয়েছেন মার্শের উইকেটও। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেটে অজিদের সংগ্রহ ৮০। জয়ের জন্য ৬০ বলে প্রয়োজন ৬১ রান। 

বিজ্ঞাপন

এর আগে অ্যান্টিগায় টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেখানে ব্যাত করতে নেমে শান্তর ৪১ ও হৃদয়ের ৪০ রানে চড়ে ৮ উইকেটে ১৪০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

সেই লক্ষ্য তাড়ায় বৃষ্টি বাঁধা আসার আগে ৬ ওভার ২ বলেই ৬৪ রান তুলে ফেলে অজিরা। পরে বৃষ্টি থামার পর সেই ওভারেই ট্রাভিস হেডকে সাজঘরে ফেরান রিশাদ। ২১ বলে ৩১ রান করেন এই বাঁহাতি ব্যাটার। দলীয় ৬৯ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে ফেলে মার্শকেও একই রাস্তা মাপান রিশাদ। তবে পিচে থিতু হয়ে আগ্রাসী ভঙ্গিতেই এগোচ্ছেন ওয়ার্নার। অপরাজিত আছেন ৪১ রানে।  

বিজ্ঞাপন