আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লড়াইটা ছিল দুই স্বাগতিকের। সুপার এইটের প্রথম ম্যাচটা দুই দলকে এনে দিয়েছিল এক বিন্দুতে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচটায় জিততেই হতো বিশ্বকাপে টিকে থাকতে হলে। সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে উড়িয়েই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে হারিয়ে শেষ চারের আশাটাও বাঁচিয়ে রেখেছে ক্যারিবীয়রা।

টস হেরে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র শুরুটা করেছিল বেশ ভালো। শুরুতে স্টিভেন টেলরের উইকেট খোয়ানোর পরও আন্দ্রিস গাউসের ব্যাটে চড়ে ৪৮ রান তুলে ফেলেছিল পাওয়ারপ্লেতে। তবে তা শেষ হতেই যুক্তরাষ্ট্রকে মাটিতে নামিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। পরের চার ওভারে ৩ উইকেট খুইয়েছে দলটা। ১০ ওভার শেষে দলের রান ছিল মোটে ৬৯, ৪ উইকেট খুইয়ে।

বিজ্ঞাপন

সে ধাক্কাটা আর সামলাতে পারেনি যুক্তরাষ্ট্র। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে দলটা অলআউট হয়েছে ১২৮ রান তুলে। আন্দ্রে রাসেল আর রস্টন চেস তুলে নেন ৩টি করে উইকেট। আলজারি জোসেফ ২ আর মোতি ১ উইকেট শিকার করেন।

লক্ষ্যটা উইন্ডিজ শুরু থেকেই যত দ্রুত সম্ভব তাড়া করে ফেলার মেজাজে ছিল। শেই হোপ শুরু থেকেই ছিলেন খুনে মেজাজে। পাওয়ারপ্লেতে ৫৮ রান তুলে ফেলে দলটা। এরপর জনসন চার্লসের উইকেট খোয়ালেও লক্ষ্যটা ৬৫ বলেই তাড়া করে ফেলে ক্যারিবীয়রা।

বিজ্ঞাপন

এই তাণ্ডবের কুশীলব ছিলেন হোপ। ৩৯ বলে ৪টি চার আর ৮ ছক্কায় করেছেন ৮২ রান। ওপাশে নিকলাস পুরান ১ চার আর ৩ ছক্কায় করেছেন ১২ বলে ২৭। 

বিশাল এই জয়ের ফলে বি গ্রুপের সবচেয়ে ভালো রান রেট এখন উইন্ডিজের। শেষ ম্যাচে দলটা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলে এই জয়টা দারুণভাবে কাজে দিতে পারে তাদের। ওপাশে ইংল্যান্ড যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়টা তুলে নিতে পারে, তখন তিন দলের পয়েন্ট হবে দুই করে। সে সময় নেট রান রেটটা চলে আসবে সামনে। গ্রুপেরই সেরা রান রেট নিয়ে থাকা উইন্ডিজ তখন পাবে এই সুবিধাটা।

ওদিকে যুক্তরাষ্ট্রেরও আশা শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে, আর ওদিকে উইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালে ২ পয়েন্ট নিয়েও শেষ চারে চলে যেতে পারে দলটা।