বিশ্বকাপ জেতার যোগ্য ব্যক্তি রোহিত, বললেন হাফিজ
ক্রিকেট কার্নিভালআরও একটি শিরোপা তুলে ধরার খুব কাছে ভারত। তবে এবার আর হতাশার সাগরে ভাসতে চায় না তারা। সেমিফাইনালের বাধা টপকে ফাইনালে উঠে হাত দিয়ে চায় শিরোপায়। যেই শিরোপাটা তাদের ছুঁয়ে দেখা হয়নি গত এক যুগেরও বেশি সময় ধরে। তবে এবার আর হতাশ করবে না ভারত। বাকিরা যা পারেনি রোহিত সেটি পারবেন বলেই বিশ্বাস করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার মতে, ভারতে একমাত্র রোহিতই এই মুহূর্তে বিশ্বকাপ জয়ের যোগ্য ব্যক্তি।
রোহিতের ভয়ডরহীন ক্রিকেটের প্রশংসাও করেছেন হাফিজ। তাছাড়া করবেনই বা না কেন সবশেষ ম্যাচে ভারতকে জেতাতে অনবদ্য এক ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ৪১ বলে করেছেন ৯২ রান। যেখানে সুযোগ ছিল সেঞ্চুরি করার সেখানে সতর্ক না হয়ে মারতে গিয়েই আউট হয়েছেন রোহিত। যা প্রমাণ করে দলের জন্য কতটা নিঃস্বার্থ ক্রিকেট খেলেন রোহিত।
রোহিতকে তাই প্রশংসায় ভাসিয়েছেন হাফিজ। বলেন, ‘এটা ছিল রোহিত শো। আমরা একজন অধিনায়কের সেরা ইনিংসের সাক্ষী হয়েছি। সামনে থেকে নেতৃত্বের কথা আসলে রোহিতের গুণাবলী নিয়ে কেউ সন্দেহ করবে না। তিনি শুধু একটা জিনিস বদলেছেন। নিজের মধ্যে একটি জিনিস পরিবর্তন করেছেন, তা হল ‘নিঃস্বার্থ পদ্ধতি’। তিনি যেভাবে খেলাটির সাথে নিজেকে বিকশিত করেছেন তা প্রশংসনীয়। তিনি এই খেলার অন্যতম সেরা। আর সেটা হয়েছে শুধুমাত্র নিঃস্বার্থ পদ্ধতি অনুসরণ করে।’
সেঞ্চুরির সুযোগ থাকার পরও সেটা করেননি রোহিত। যা নিয়ে হাফিজ বলেন, ‘তার ইনিংসের সবচেয়ে চিত্তাকর্ষক অংশটি ছিল তিনি কোনো মাইলফলক নিয়ে ভাবছিলেন না এবং সেই অনুযায়ী বল মারছিলেন। ম্যাচের পরে তিনি বলেছিলেন, ‘৫০ বা ১০০ এখন আমার কাছে গুরুত্বপূর্ণ নয়’। কারণ তিনি জানেন যে তিনি কী হতে চান, তিনি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় হতে চান না, যিনি সবসময় আইসিসি ট্রফি জয় করতে চান।’
রোহিতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে হাফিজ বলেন, ‘বিশ্বকাপ জিততে রোহিত বিশেষ প্রচেষ্টা করছে। আপনি তাকে যতই কৃতিত্ব দেবেন তা রোহিতের পারফরম্যান্সের চেয়ে কম দেখাবে। এই মুহূর্তে রোহিত একমাত্র ব্যক্তি যিনি ভারতের হয়ে এই বিশ্বকাপ জয়ের যোগ্য।’