টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
ক্রিকেট কার্নিভালনিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নেমেছে আফগানিস্তান। তাদের প্রতিপক্ষ আজ দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচে টস ভাগ্যটাকে নিজেদের সঙ্গেই পেল আফগানরা। অধিনায়ক রশিদ খান জিতলেন টসে। সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন ব্যাট করার সিদ্ধান্ত।
আগের দিন নিজেদের বোলিংয়ের শুরুতেই হাঁটুর চোটে আফগানিস্তান ওপেনার ও উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ চলে গিয়েছিলেন মাঠের বাইরে। তাকে নিয়ে শুরু হয়েছিল শঙ্কাও। তবে সে শঙ্কা কেটে গেছে। তাকে নিয়েই মাঠে নেমেছে আফগানিস্তান। ওদিকে গুলবাদিন নাইবও 'চোট' পেয়েছিলেন মাঠে, তা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে বেশ। তিনিও আছেন আফগান একাদশে।
আফগানিস্তান একাদশে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ ম্যাচের দলটার ওপরই তারা ভরসা রাখছে আজ। ওদিকে দক্ষিণ আফ্রিকা দলেও কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচের একাদশের দেখাই মিলছে সেমিফাইনালে।
আফগানিস্তান একাদশ-
ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নানগয়াল খারোতি, কারিম জানাত, রশিদ খান, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকী
দক্ষিণ আফ্রিকা একাদশ-
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি