২৬ বছরের হতাশাকে বিদায় বলার পথে প্রোটিয়ারা

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফাইনালে যেতে দক্ষিণ আফ্রিকার দরকার স্রেফ ৫৭ রান। যেখানে লক্ষ্য তাড়ার ইনিংসে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তারা করে ফেলেছে ৩৪ রান। এতেই ৮৪ বলে আর ২৭ রান করলেই ২৬ বছরের হতাশা বিদায় বলে দিবে প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিতে প্রোটিয়া পেসারদের তোপে লজ্জার রেকর্ডে ডুবে ৫৬ রানেই অলআউট হয়ে যায় আফগানরা। ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল আজমতউল্লাহ ওমরজাই (১০)। সেখানে প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন ও তাব্রাইজ শামসি। 

বিজ্ঞাপন

এই ম্যাচের আগে আইসিসির মোট ১৩টি ইভেন্টের সেমিতে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে জিতেছিল কেবল একবার। ১৯৯৮ চ্যাম্পিয়নস ট্রফিতে সেবার শিরোপাটাও জিতেছিল তারা। এরপর থেকে কোনো শিরোপা তো দূরে থাকে ১০টি সেমির একটিতেই জিততে পারেনি প্রোটিয়ারা। এতে ২৬ বছরের লম্বা দুঃস্মৃতিকে বিদায় বলার একদম দুয়ারে পৌঁছে গেছে এইডেন মার্করামের দলটি।