ফাইনালে যেতে বাটলারদের চাই ১৭২ রান 

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের স্মৃতি মোটেও সুখকর নয়। আগের আসরের ২০২২ সালে সেমিতে লড়েছিল দল দুটি। সেখানে ভারতের দেওয়া ১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছিল জশ বাটলারের দল। এবারও তাই আসরের দ্বিতীয় সেমিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংলিশরা। সেখানে ৭ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে রোহিত শর্মার দল। 

অ্যাডিলেইডের সেই স্মৃতি এবার গায়ানাতেও ফেরাতে তাই ইংল্যান্ডের দরকার ১৭২ রান। এদিকে ২০১৪ সালের বাংলাদেশ আসরের পর দু’বার সেমিতে গেলেও ফাইনাল খেলা হয়নি ভারতের। তাই পুরো এক দশকের সেই খরা কাটিয়ে ১৭ বছর পর দ্বিতীয় শিরোপায় নজর রেখে বাটলার-বেয়ারস্টোতে কঠিন চ্যালেঞ্জ জানাতে চাইবে কুলদীপ-বুমরাহরা। 

বিজ্ঞাপন

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম দফার বৃষ্টি শেষে ১ ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হয় খেলা। সেখানে ব্যাত হাতে শুরুটা আশাজাগানিয়া হলেও দিনও টিকতে পারলেন না বিরাট কোহলি। দলীয় ১৯ রানের মাথায় ফিরেছেন ৯ রান করে। এদিকে দ্রুতই ফেরেন রিশাভ পান্তও। স্কোরবোর্ডে তখন ৫ ওভার ২ বলে ৪০ রান। তবে আগের ম্যাচের ছন্দে এ ম্যাচেও ধরে রেখে এগোতে থাকেন রোহিত শর্মা। চারে নেমে দলের অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে থাকেন সূর্যকুমার যাদবও। তবে ইনিংসের অষ্টম ওভার শেষে ফের নামে বৃষ্টি এবং আবারো খেলা বন্ধ থাকে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট।

দ্বিতীয় দফার বৃষ্টি শেষে খেলা শুরুর পর উইকেট সামলে রানের গতি সচল রেখে এগোতে থাকেন রোহিত-সূর্যকুমার। তাদের তৃতীয় জুটি থেকে আসে ৭৩ রান। সেখানে দলীয় সর্বোচ্চ ৩৯ বলে ৫৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত। সেখানে থেকে ১২ বলের মাথায় একই রাস্তা মাপেন আরেক সেট ব্যাটার স্কাইও। ৩৬ বলে তিনি করেন ৫৭ রান। স্কোরবোর্ডে তখন ১৫ ওভার ৪ বলে ৪ উইকেটে ১২৪ রান। পরে সেখান থেকে হার্দিক পান্ডিয়ার ২৩ এবং শেষে রবীন্দ্র জাদেজার ৯ বলে ১৭ রানের ক্যামিওতে ১৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজিতে পৌঁছে যায় ভারত। 

বিজ্ঞাপন

ইংল্যান্ডের হয়ে ৩ ওভার বল করে ৩৭ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ক্রিস জর্ডান।